বাংলা

“চীন ও যুক্তরাষ্ট্রের এক সঙ্গে কাজ করা উচিত”

CMGPublished: 2022-11-23 18:42:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ উন্নয়ন অব্যাহত রাখতে চীন ও যুক্তরাষ্ট্রের এক সঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এই অঞ্চলের মানুষ ভবিষ্যতের অস্ত্র প্রতিযোগিতা নিয়ে শঙ্কিত মন্তব্য করে তারা বলছেন, এর মাধ্যমে বিশ্ব আবারো বিভক্ত হতে পারে কিংবা চলমান আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে, অস্থিতিশীল হতে পারে বিশ্ব। ইন্দোনেশিয়ার বালিতে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যাকার বৈঠককে সামনে রেখে তারা বলছেন, চীন-যুক্তরাষ্ট্র উষ্ণ সম্পর্কে লাভবান হবে পুরো বিশ্ব।

ইন্দোনেশিয়ার বালিতে সদ্য শেষ হওয়া জি-টুয়েন্টি সম্মেলনে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নজর কেড়েছে সবার। এখানে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন দুই নেতা। তাদের এ বৈঠক নিয়ে আগ্রহ ছিলো রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের। আলাপচারিতা ও বৈঠকের বিষয়ে দৃষ্টি রেখেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণকারী ও নীতি পরামর্শক প্রতিষ্ঠানগুলোও।

চীনের ন্যাশনাল ইন্সটিটিউট ফর গ্লোবাল স্ট্র্যাটেজির ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ বিভাগের পরিচালক বলছেন, পুরো বিশ্বের স্থিতিশীলতা ও উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার জন্য দুই দেশের উষ্ণ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।

ছাও হাই, পরিচালক, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর গ্লোবাল স্ট্যাটেজি

“কিছু কিছু দেশ চাপের মুখে মার্কিন পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়, ফলে চীনের সরবরাহ ব্যবস্থা থেকে সটকে পড়ে। এতে করে চীনে প্রযুক্তি পণ্য থেকে শুরু করে অন্যান্য পণ্য রফতানি আর হয়ে ওঠে না। কিংবা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য হয়। এই অঞ্চল কিংবা পুরো বিশ্বের মানুষই ভবিষ্যৎ অস্ত্র প্রতিযোগিতা বা নতুন ঠাণ্ডা যুক্ত নিয়ে শঙ্কিত, এর মাধ্যমে বিশ্ব আবারো বিভক্ত হতে পারে কিংবা চলমান আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে, আন্তর্জাতিক প্রশাসনিক ব্যবস্থা অস্থিতিশীল হয়ে যেতে পারে।“

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn