অর্থ-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে একত্রে কাজ করবে চীন-ভিয়েতনাম
সি চিনপিং, চীনা প্রেসিডেন্ট
“সিপিসির ২০তম জাতীয় কংগ্রেসের পর কমরেড জেনারেল সেক্রেটারিই প্রথম কোন বিদেশী নেতার যার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সিপিভি’র ১৩তম জাতীয় কংগ্রেসের পর এটি আপনারও প্রথম কোন বিদেশ সফর। দুই দেশ ও দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন কতোটা গুরুত্বপূর্ণ এবং আমরা একে অপরের সঙ্গে কতোটা ওতপ্রতোভাবে জড়িত এটি তারই প্রমাণ।“
“আমার পক্ষ থেকে বলতে পারি, যদি আমার অবস্থা ভালো থাকে, ২০২১ সালের জানুয়ারিতে সিপিভি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফর আমি চীনে করবো, কমরেড সি চিনপিংকে দেওয়া এই প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি।“