অর্থ-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে একত্রে কাজ করবে চীন-ভিয়েতনাম
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: অর্থনীতি ও বাণিজ্য, পরিবেশ সুরক্ষা, সংস্কৃতি ও পর্যটনসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে চীন ও ভিয়েতমান। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি -সিপিভির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুয়েন ফু থ্রং-এর চীন সফরে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এর পাশাপাশি বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে এ দুই দেশ। এ সফরে বেইজিং সফররত ভিয়েতনামের এই শীর্ষ নেতাকে ‘মৈত্রী পদক’ প্রদান করে চীন। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে এ পদক তুলে দেন চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং।
আবারো কোন অতিথির আগমনে সেজে ওঠে চীন। সাজে চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব পিপল। সব আয়োজন বন্ধুদেশ ভিয়েতনামের রাজনৈতিক মিত্র কমিউনিস্ট পার্টি অব ভিয়েতনাম –সিপিভি’র কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি নুয়েন ফু থ্রং এর চীন আগমনকে কেন্দ্র করে।
তাইতো একসঙ্গে ওড়ানো হয় কমিউনিস্ট পার্টি অব চায়না–সিপিসি ও কমিউনিস্ট পার্টি অব ভিয়েতমান –সিপিভি’র পতাকা। দেওয়া হয় গার্ড অব অনার।
অতিথিকে স্বাগত জানান সিপিসির কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। সি চিন পিং বলেন, নুয়েন ফু থ্রং চীনের কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ ও আন্তরিক বন্ধু। তাঁর নেতৃত্বে চীন ও ভিয়েতনামের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও মজবুত, রাজনৈতিক আস্থা আরও জোরদার, এবং বাস্তব ভিত্তিক সহযোগিতার টেকসই সম্প্রসারণ হয়েছে।