বাংলা

চীন-জার্মানি বাণিজ্যে নতুন মাত্রা এনেছে বিআরআই

CMGPublished: 2022-10-20 20:17:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“সাংহাই অভিমুখে এরইমধ্যে অনেকগুলো ট্রেন চলাচল করছে। এখন যে ট্রেনটি যাচ্ছে এর ১৪টি কনটেইনার আছে যা সাংহাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য মালামাল পরিবহন করবে। আমরা লক্ষ্য করছি, গেল কয়েক বছর ধরেই চীন-ইউরোপ নতুন সিল্ক রোড ধরে মালামাল পরিবহন ক্রমাগত বাড়ছে। আমাদের প্রত্যাশা এটি সামনের দিনগুলোতে আরো বাড়বে।“

পোল্যান্ড-বেলারুশ ও রাশিয়া হয়ে মধ্য চীনের মানচৌলি বন্দরে পৌছবে এই ট্রেন। জার্মানীর হামবুর্গ থেকে এসব মালামাল সাংহাইতে পৌঁছাতে সময় লাগবে মোট ২২ দিন। দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনার এক দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

“মরিটজ লোম্যান, চায়না ইভেন্ট কো-অরডিনেটর, হামবুর্গ সিনেট চ্যান্সেলারি”

“হামবুর্গের জন্য বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ। এটা পারস্পরিক লাভজনক একটি প্রকল্প যার মাধ্যমে জার্মানী ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য বেড়েছে। সাংহাই ও হামবুর্গের সম্পর্ক সম্পর্কও বেশ উষ্ণ। এখনকার ট্রেনটিই একটি বড় উদাহরণ যে হামবুর্গ থেকে চীনে নানা রকম পণ্য যাচ্ছে। বিশেষ করে ৫ম আন্তর্জাতিক আমদানি প্রদর্শনীতে হামবুর্গ অংশ নিতে যাচ্ছে।“

২০১৮ সালে প্রথম আন্তর্জাতিক আমদানি প্রদর্শনীর আয়োজন করা হয়। চীনের বিভিন্ন অঞ্চল ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো ও বাণিজ্যের পরিসর আরো বিস্তৃত করতেই এমন উদ্যোগ নেয় চীন। চলতি বছর ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক আমদানি প্রদর্শনী।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn