চীন-জার্মানি বাণিজ্যে নতুন মাত্রা এনেছে বিআরআই
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ যুক্ত করেছে চীন ও ইউরোপের দেশ জার্মানিকে। এদিকে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে ৫ম চীন আন্তর্জাতিক আমদানি প্রদর্শনী। এরইমধ্যে জার্মানির হামবুর্গ থেকে চীনের সাংহাইয়ের এ প্রদর্শনীতে অংশ নিতে চলছে জোর প্রস্তুতি। চলাচল শুরু করেছে প্রদর্শনীতে পাঠানো নানা রকম পণ্য পরিবহনের বিশেষ ট্রেন।
মালবাহী বিশেষ ট্রেন ছাড়ছে ইউরোপের দেশ জার্মানির হামবুর্গ শহর থেকে। ১৪টি কনটেইনারবাহী এ ট্রেন পৌছে যাবে চীনের সাংহাই নগরীতে।
এই সাংহাই নগরীতেই টানা ৫ম বারের মতো বসতে যাচ্ছে চীন আন্তর্জাতিক আমদানি প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন দেশের নানা রকম পণ্য প্রদর্শন করা হবে এখানে। চীনের বিশাল বাজার ধরাই এ প্রদর্শনীতে অংশ নেওয়ার প্রধান লক্ষ্য ব্যবসায়ীদের।
এই প্রদর্শনীর মাধ্যমে বাণিজ্যের এক অন্যরকম সম্ভাবনা তৈরি হয়েছে জার্মানীর জন্য। আর চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ সেই সম্ভাবনাকে করেছে আরো মসৃণ। তাইতো এই রেল পথেই প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য মালামাল আনা হচ্ছে সাংহাইতে।
আলেক্সান্ডার টোনার্ট, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক, ইন্টার রেল ইউরোপ