সিচুয়ান: জমজমাট পর্যটন ও রাতের অর্থনীতি
“আমরা তুচিয়া লোক সংস্কৃতির পুরো ব্যবহার নিশ্চিত করতে চাই। আমাদের সংস্কৃতির অভিজ্ঞতা নিতে সুন্দর ঝর্ণার পাশে প্রাকৃতিক পরিবেশের মাঝে পর্যটকরাও আমাদের সঙ্গে গাইতে পারে, চাইলে নাচতে পারে। আমাদের বিশ্বাস এতে এই এলাকার রাতকেন্দ্রীক অর্থনৈতিক কার্যক্রম আরো গতি পাবে।“
এরইমধ্যে এখানকার অর্থনীতিকে আরো গতিশীল করতে নানা রকম সংস্কার কার্যক্রমে হাত দিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে নতুন ব্যবসা শুরু করা, সরকারের অনুদান ও ভর্তুকি সহজে পাওয়া এবং রাতের অর্থনীতিতে আরো গতিশীল করতে নীতি কাঠামোতে পরিবর্তন আনছে স্থানীয় প্রশাসন।