সিচুয়ান: জমজমাট পর্যটন ও রাতের অর্থনীতি
ফেং থিংথিং, পর্যটক
“ইনইয়াংয়ে এটাই আমাদের প্রথম আসা। এখানকার লাইট শো অসাধারণ ছিলো। পুরনো শহরটি দেখতে একেবারেই আলাদা ছিলো। আমাদের সফরটি স্মৃতিময় হয়ে থাকবে।“
স্থানীয় সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর তথ্য বলছে, বর্তমানে প্রতিদিন এখানে ঘুরতে আসে ৫০ হাজারের বেশি পর্যটক। বিশেষ করে সিচুয়ানের রাজধানী ছেংদুসহ প্রদেশের বিভিন্ন জায়গা থেকে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যাও উল্লেখ যোগ্য।
ছেন শেংছোং, কাউন্টি কর্মকর্তা