বাংলা

পণ্য সংরক্ষণে চীনে আধুনিক হিমাগার, পাল্টে যাচ্ছে কৃষিব্যবস্থা

cmgPublished: 2022-09-01 19:50:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

'হিমাগার নির্মাণে চীন সরকারের এই প্রকল্পটি এরই মধ্যে কাভার করেছে ১৮'শ কাউন্টি এবং ২২ হাজার গ্রাম, যা পুরো দেশের প্রায় ৬৩ শতাংশ এলাকা। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো, দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভালো ভালো ফসলি মাঠগুলোর অতিরিক্ত কৃষি পণ্যগুলো সংরক্ষণ করা।'

হানশু কাউন্টির একজন কৃষক হে ইয়ংহুয়া গেল দুই বছর আগে উদ্যোগ নিয়েছিলেন ১৮০০ কিউবিক মিটারের একটি হিমাগার নির্মাণের যেটির প্রাথমিক খরচ নির্ধারণ করা হয়েছিল ৯ লাখ ইউয়ান যার পুরোটা বহন করা তার পক্ষে সম্ভব ছিলো না।

চীন সরকারের কৃষি বিভাগের কর্মকর্তারা খুঁজে খুঁজে আগ্রহী কৃষকদের বের করতেন যারা এ ধরনের হিমাগার তৈরীর উদ্যোগ নিয়ে থাকে। কৃষকদের পরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে রয়েছে দেশটির সরকার।

কৃষি বিভাগ থেকে অর্থ বরাদ্দের অনুমোদন পাওয়ার পর হিমাগার নির্মাণ কাজের পরিদর্শন ও নিয়মিত খোঁজখবর নিয়ে থাকেন কৃষি কর্মকর্তারা।

এসব হিমাগার নির্মাণ করে শুধু কৃষকরাই লাভবান হচ্ছেন না বরং একই সঙ্গে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা এসব কৃষিপণ্য রপ্তানি করা হচ্ছে দেশের বাইরেও।

প্রতিবেদন: হাবিবুর রহমান অভি

সম্পাদনা: সাজিদ রাজু

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn