চীনে চলছে ফসল তোলার মৌসুম
শান্তা মারিয়া, চীন আন্তর্জাতিক বেতার: চলছে শরৎ ও হেমন্তকালীন ফসল তোলার মৌসুম। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে সোনালি গমের বাহার। উত্তরে হেইলংচিয়াং প্রদেশে শীতের আগমনী বৃষ্টি নামার আগেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ফসল তোলা।
হেইলংচিয়াংয়ের বাইদাহুয়াং আরণ্যক এলাকার কালো মাটি অত্যন্ত উর্বর। এখানে চিয়ানবিয়ান সরকারি খামারে গমের ফসল তোলা হচ্ছে হারভেস্টারের মাধ্যমে। এই খামারে জৈব সার ব্যবহারের কারণে ফসল উৎপাদন প্রতি হেক্টরে ৩০ হাজার কিলোগ্রাম পর্যন্ত পৌঁছেছে। এখানে ম্যানুয়্যাল এবং মেশিন দুভাবেই আগাছা পরিস্কার করা হয়।
১৯৬৪ সালে চিয়ানবিয়ান খামার প্রতিষ্ঠার পর বর্তমানে এর আয়তন ১৭,৪৬৬ হেক্টর। এরমধ্যে ৬৬৭ হেক্টর জমিতে গমের চাষ করা হয়। এখানে কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের তিংসি সিটির চাংসিয়ান কাউন্টি। পাহাড়ী কৃষিজমিতে এখানে গমের ফসল কাটা হচ্ছে হারভেস্টার মেশিনের মাধ্যমে ।
পশ্চিম ছিনলিং পর্বত এবং লোয়েস মালভূমির মধ্যবর্তী এলাকায় তুলনামূলক কম তাপমাত্রার কারণে গম পাকতে দেরি হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার মিটার উপরে অবস্থিত গ্রামটিতে ৩৬০ হেক্টর জমিতে বসন্তকালীন গম বোনা হয়। মোট ৫৭৩ হেক্টর পরিত্যক্ত ভূমি এখানে উদ্ধার করা হয়েছে।