যেভাবে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হলো সাংহাই
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনের আধুনিক সুযোগ সুবিধা আর মনোরম নগর জীবনের আকর্ষণীয় শহর সাংহাই। বিখ্যাত ইয়াংসি নদীর অববাহিকার এ শহরটি গেল এক দশকের ধারাবাহিক ও পরিকল্পিত উন্নয়নের ফলে পরিণত হয়েছে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে। কেবল চোখধাঁধানো আকাশ ছোঁয়া স্থাপনাই নয়, প্রাকৃতিক নির্মল পরিবেশ ও বিশ্ব মানের নাগরিক সুবিধা সাংহাইকে করেছে আন্তর্জাতিক পর্যটনের নগরীতে।
ইয়াংসি নদীর তীর ঘেষে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া সব ভবন। দাঁড়িয়ে আছে নান্দনিক সৌন্দর্যের পসরা সাজিয়ে। আবার হাল ফ্যাশন ও রুচির সব ধরনের অনুসঙ্গ মিলবে হাতের নাগালে। অত্যাধুনিক সব সুযোগ সুবিধার বিশাল সমারোহ পাওয়া যাবে যখন খুশি তখন।
নিখুঁত পরিকল্পনা আর এক দশকের নির্মাণ শেষে এমনই আন্তর্জাতিক মানের আধুনিক ও সেরা মেট্রোপলিটন শহরে পরিণত হয়েছে শহরটি। বলছি চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর সাংহাইয়ের কথা।
সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পরিকল্পিত উন্নয়নের ফলে মানুষের জীবনমান হয়েছে উন্নত। আবার টেকসই উন্নয়নের জন্য বেছে নেওয়া হয়েছে পরিবেশ সুরক্ষার পদক্ষেপ। পরিকল্পনার অংশ হিসেবে সাংহাইতে পার্কের সংখ্যা ৫শ’ থেকে বাড়িয়ে ২০২৫ সালের মধ্যে করা হবে ১ হাজার। নদীকে সংরক্ষণ করা হয়েছে প্রকৃতির কথা বিবেচনা করে। ফলে এখানকার বাসিন্দারা পেয়েছে পরিচ্ছন্ন জীবনের নিশ্চয়তা।
তেং সিনশেং, সাংহাইয়ের বাসিন্দা
< সাংহাইয়ের বহু পরিবর্তন হয়েছে। আমি এখানে প্রতিদিনই ভোরে হাটতে আসি। এই নদীর পাড়ে কোন বাজে গন্ধ নেই, পানি খুব স্বচ্ছ, গাছগুলো খুব গোছালো এবং নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে খুবই পরিকল্পিত ভবন। একইসঙ্গে এটি আমাদের শরীরচর্চা করা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং উন্নত জীবন যাপনের সুযোগ তৈরি করে দিয়েছে। >
মূলত এই শহর আধুনিক করার কাজ শুরু হয় ২০১২ সালে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সফরের পর। সাংহাই সফর করে এই এলাকার পরিকল্পিত উন্নয়নের নির্দেশ দেন চীনা প্রেসিডেন্ট।