বাংলা

টেকসই কৃষি নিশ্চিত করতে গবেষণায় জোর দিয়েছে চীন

CMGPublished: 2022-07-28 20:02:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হাবিবুর রহমান অভি, চীন আন্তর্জাতিক বেতার: টেকসই কৃষি নিশ্চিত করতে গবেষণায় বিশেষ নজর দিয়েছে চীন। এরইমধ্যে নির্মাণ করা হয়েছে চুওচিয়াং একাডেমি অব এগ্রিকালচার সায়েন্স। এই ল্যাবের দক্ষ টিমে আছেন প্রযুক্তি বিশেষজ্ঞ, আবহাওয়াবিদ থেকে শুরু করে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারাও। সংশ্লিষ্টরা বলছেন, চীনের এই গবেষণা উদ্যোগে উপকার মিলবে স্থানীয় কৃষকসহ সব স্তরের মানুষের।

নান্দনিক এই ভবনটি একটি কৃষি গবেষণাগার। পূর্ব চীনের চুওচিয়াং প্রদেশে ৬৭ হাজার বর্গমিটার জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে এ গবেষণাগার। নির্মাণে চীন সরকার ব্যয় করেছে সাড়ে ৪শ’ মিলিয়ন মার্কিন ডলার।

কিন্তু এতো অর্থ খরচ করে নির্মাণ করা এই গবেষণাগার থেকে কী পাওয়া যাবে? বলছিলেন, চুওচিয়াং একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সের এই বিজ্ঞানী।

লিউ ফুচেং, প্রেসিডেন্ট, চুওচিয়াং একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্স

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn