বাংলা

টেকসই কৃষি নিশ্চিত করতে গবেষণায় জোর দিয়েছে চীন

CMGPublished: 2022-07-28 20:02:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হাবিবুর রহমান অভি, চীন আন্তর্জাতিক বেতার: টেকসই কৃষি নিশ্চিত করতে গবেষণায় বিশেষ নজর দিয়েছে চীন। এরইমধ্যে নির্মাণ করা হয়েছে চুওচিয়াং একাডেমি অব এগ্রিকালচার সায়েন্স। এই ল্যাবের দক্ষ টিমে আছেন প্রযুক্তি বিশেষজ্ঞ, আবহাওয়াবিদ থেকে শুরু করে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারাও। সংশ্লিষ্টরা বলছেন, চীনের এই গবেষণা উদ্যোগে উপকার মিলবে স্থানীয় কৃষকসহ সব স্তরের মানুষের।

নান্দনিক এই ভবনটি একটি কৃষি গবেষণাগার। পূর্ব চীনের চুওচিয়াং প্রদেশে ৬৭ হাজার বর্গমিটার জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে এ গবেষণাগার। নির্মাণে চীন সরকার ব্যয় করেছে সাড়ে ৪শ’ মিলিয়ন মার্কিন ডলার।

কিন্তু এতো অর্থ খরচ করে নির্মাণ করা এই গবেষণাগার থেকে কী পাওয়া যাবে? বলছিলেন, চুওচিয়াং একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সের এই বিজ্ঞানী।

লিউ ফুচেং, প্রেসিডেন্ট, চুওচিয়াং একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্স

“এই ল্যাবে উৎপাদন করা হচ্ছে মানসম্মত জৈব বীজ, যার মাধ্যমে চীনজুড়ে নিশ্চিত করা হচ্ছে পর্যাপ্ত খাদ্য সরবরাহ। এভাবেই টেকসই কৃষিতে বড় অবদান রাখছে আমাদের এই গবেষণাগার।“

কৃষি কর্মকর্তারা বলছেন, বিশ্বের কৃষি প্রযুক্তির জগতে শীর্ষস্থানীয় আসনে চীনের অবস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এই গবেষণাগার। এটির মূল লক্ষ্য ২০২৫ সালের মধ্যে বিভিন্ন ফসলের জিনোম সিকোয়েন্স উদঘাটন করা এবং উন্নত শংকর জাত উদ্ভাবন করা।

ওয়াং তংলিং, কৃষি কর্মকর্তা

“এখন পুরো প্রদেশেই কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এতে একদিকে যেমন উচ্চ ফলনশীল জাতের ফসলের উৎপাদন বাড়ছে তেমনি আয় বাড়ছে স্থানীয় কৃষকদের।“

চুওচিয়াং প্রদেশে এরইমধ্যে ৭৯টি আধুনিক কৃষি পার্ক নির্মাণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ১০৯ টি এগ্রিকালচার টাউন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এসব উদ্যোগ নেয়ার ফলে সম্প্রতি এই প্রদেশে উল্লেখযোগ্য হারে উৎপাদন বেড়েছে। আর গেল বছর কৃষকদের মাথাপিছু আয় বেড়েছে ১০ শতাংশ।

সম্পাদনা: সাজিদ রাজু

Share this story on

Messenger Pinterest LinkedIn