গাড়ি তৈরির পেছনের গল্প
হাবিবুর রহমান অভি, চীন আন্তর্জাতিক বেতার: প্রযুক্তির ছোঁয়ায় প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে চীনের গাড়ি শিল্প। নিত্য নতুন মডেলের গাড়ি তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন প্রকৌশলীরা। একটি গাড়ি তৈরির নকশা প্রণয়ন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত আছে নানা পর্যায়।
বিশাল আয়তনের এই কারখানাটি শাংহাই মোটর কর্পোরেশন লিমিটেডের। আধুনিক প্রযুক্তির গাড়ি নির্মাণের জন্য বিখ্যাত চীনের এই প্রতিষ্ঠান।
একটি গাড়ি নির্মাণের শুরুতে নজর দেয়া হয় মূল কাঠামো বা বডি তৈরিতে। বডি তৈরি হয়ে গেলে রং করাসহ আনুসাঙ্গিক কাজগুলো করা হয় রোবটের মাধ্যমে। এরপরে হাত দেয়া হয় গাড়ির বাইরের ডিজাইনে।
এরপর ওয়াটার টেস্ট। গাড়িকে নেয়া হয় পানির ফোয়ারা সম্বলিত একটি জায়গায়। গাড়ির মধ্যে পানি ঢুকছে কিনা তা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এই পর্বে।