বাংলা

গাড়ি তৈরির পেছনের গল্প

CMGPublished: 2022-07-21 20:13:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হাবিবুর রহমান অভি, চীন আন্তর্জাতিক বেতার: প্রযুক্তির ছোঁয়ায় প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে চীনের গাড়ি শিল্প। নিত্য নতুন মডেলের গাড়ি তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন প্রকৌশলীরা। একটি গাড়ি তৈরির নকশা প্রণয়ন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত আছে নানা পর্যায়।

বিশাল আয়তনের এই কারখানাটি শাংহাই মোটর কর্পোরেশন লিমিটেডের। আধুনিক প্রযুক্তির গাড়ি নির্মাণের জন্য বিখ্যাত চীনের এই প্রতিষ্ঠান।

একটি গাড়ি নির্মাণের শুরুতে নজর দেয়া হয় মূল কাঠামো বা বডি তৈরিতে। বডি তৈরি হয়ে গেলে রং করাসহ আনুসাঙ্গিক কাজগুলো করা হয় রোবটের মাধ্যমে। এরপরে হাত দেয়া হয় গাড়ির বাইরের ডিজাইনে।

এরপর ওয়াটার টেস্ট। গাড়িকে নেয়া হয় পানির ফোয়ারা সম্বলিত একটি জায়গায়। গাড়ির মধ্যে পানি ঢুকছে কিনা তা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এই পর্বে।

শাংহাই মোটরের একজন তরুণ প্রকৌশলী চাং সেন ছেন। তার মতে, একটি গাড়িকে নকশা থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত অনেকগুলো পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়। এর মধ্যে অন্যতম কাজ হলো গাড়ির গুনগত মান নিশ্চিত করা।

চাং সেন ছেন, প্রকৌশলী, শাংহাই মোটর

“গাড়িগুলোর সিলিং সম্পূর্ণ লিকপ্রুফ। আমরা এমনভাবে এটি প্রস্তুত করেছি যাতে প্রবল বৃষ্টির সময়ও গাড়ির ভিতরে পানি প্রবেশ করতে না পারে। এজন্য পুরো গাড়িতেই ব্যবহার করা হয়েছে কয়েক স্তরের রাবারের প্রলেপ।”

আলাদা ডিজাইন ও দুর্দান্ত ফিচারের কারণে এসব গাড়ি বেশ জনপ্রিয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ড্রাইভার ছাড়া স্বয়ংকিয় গাড়িও নির্মাণ করা হচ্ছে এখানে।

এই শিল্পে এখন সবচেয়ে বেশি গুরত্ব দেয়া হচ্ছে গবেষণা কাজে। এজন্য দ্রুত বিকশিত হচ্ছে চীনের গাড়ি শিল্প। আর শাংহাইয়ের এই কারখানাতেই বর্তমানে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের গাড়ি।

সম্পাদনা: সাজিদ রাজু

Share this story on

Messenger Pinterest LinkedIn