কুয়াংতোং-হংকং-ম্যাকাও হবে আন্তর্জাতিক অর্থনীতির কেন্দ্রবিন্দু
জনাথন চোই কুন-শাম, চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স
“আমাদের মাতৃভূমির জোরালো সমর্থন ও সক্রিয় অংশগ্রহণের ফলে পুরো দেশের মতো এখানেও একই রকম উন্নয়ন হচ্ছে। বিশেষ করে ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়ার পর হংকংয়ের স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরাও ব্যাপক আশাবাদী হয়ে উঠেছে।“
এদিকে, হংকংয়ের সঙ্গে সড়ক পথে ম্যাকাওকে সংযুক্ত করেছে এক বিশাল সেতু। পুরো ৫ বছর নির্মাণ কাজ শেষে হংকং-ছুহাই-ম্যাকাও সেতু কুয়াংতোং প্রদেশের মাধ্যমে যুক্ত করেছে দুই দ্বীপ অঞ্চলকে।
এই অঞ্চলের ৫৮টি শহরের মধ্যে সংযোগ ঘটিয়ে নির্মাণ করা হয়েছে কুয়াংচৌ-শেনঝেন-হংকং দ্রুত গতির রেলপথ। স্থানীয় নেতারা বলছেন, মূল-ভূখন্ড ও হংকংয়ের উন্নয়ন কার্যক্রমে কোন পার্থক্য নেই বরং সব মানুষের জন্য অভিন্ন ভবিষ্যৎ নির্মাণের পথে হাঁটছে চীন সরকার।
লিউং চুন-ইং, চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স
“আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার কেন্দ্র হওয়ায় হংকং এর উন্নয়ন সব সময় প্রাধান্য পায়। এখানে স্থানীয় ও আন্তর্জাতিক অফশোর কোম্পানিগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখান থেকে দেখলে বোঝা যায়, এক দেশ দুই নীতি কতোটা বৈজ্ঞানিক, নিয়মতান্ত্রিক ও গুরুত্বপূর্ণ।“
সংশ্লিষ্টরা বলছেন, পুরো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলের বাণিজ্য, বিনিয়োগ, জাহাজ চলাচল আর তথ্য-প্রযুক্তির কেন্দ্রস্থল হিসেবে আরো সুদৃঢ অবস্থানে পৌছে যাবে হংকং।