বাংলা

কুয়াংতোং-হংকং-ম্যাকাও হবে আন্তর্জাতিক অর্থনীতির কেন্দ্রবিন্দু

cmgPublished: 2022-06-30 20:29:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফ্রেড লাম টিন-ফুক, প্রধান নির্বাহী কর্মকর্তা, হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ

“আমরা কেবল হংকং এর জন্য এই বিমান বন্দরটি সম্প্রসারণ করছি না বরং পুরো কুয়াংতোং-হংকং-ম্যাকাও এলাকার কাজে লাগবে এটি। আশা করছি আন্তর্জাতিক আকাশ পথ পরিবহন ব্যবস্থায় আমাদের দেশের এক গুরুত্বপূর্ণ বিমান চলাচলের কেন্দ্র হবে এই বিমানবন্দরটি।“

এরইমধ্যে টানা ৬ বছরের বিশাল কর্মযজ্ঞের পর হংকং বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়েছে। শেষ হয়েছে পরীক্ষামূলক বিমান চলাচলের কাজও। এবার আনুষ্ঠানিকবাবে বিমান চলাচলের জন্য খুলে দেওয়ার পালা। চলতি বছরের মধ্যেই উন্মুক্ত হবে তৃতীয় টার্মিনাল।

চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের নির্বাহী কমিটির সদস্য জনাথন চোই কুন-শাম জানান, এসব কার্যক্রমের ফলে অর্থনৈতিক সম্ভাবনা দেখছেন এখানকার ব্যবসায়ীরাও।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn