বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের
শিক্ষাক্ষেত্রে বাজেটের পরিমাণ অপ্রতুল বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিন মাহফুজ। তিনি চীন আন্তর্জাতিক বেতারকে জানান, “সরকার যে ডিজিটাল বাংলাদেশ ও শিল্প প্রযুক্তিতে বিল্পব ঘটানোর কথা বলে। সেটা সম্ভব হবে যদি শিক্ষাক্ষেত্রে আরও বাজেট বাড়ায়। নাহলে সম্ভব নয়। “
এবারের বাজেট অনেকটাই ধোয়াশা বলে মনে করছেন রায়েরবাজার এলাকার বাসিন্দা সামি আহমেদ। তিনি চীন আন্তর্জাতিক বেতারকে জানান, “বাজেটে বলা হয়েছে স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে মনে মনে হয়েছে বিষয়টা ক্লিয়ার না। আর ডিজিটাল ফর্মেটে যে আনা হয়েছে বিষয়টা কাঁচা হাতের মনে হয়েছে”।
এবারের বাজেটের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমালে গরীবদের জন্য খুব ভালো হতো বলে জানান গাড়ি চালক সেলিম। তিনি চীন আন্তর্জাতিক বেতারকে জানান, “বর্তমান পরিস্থিতিতে সবকিছুর দাম বাড়ছে, আমাদের গাড়ির পার্টস, তেলের দাম বেড়ে যাওয়ার আমাদের জন্য চলা কঠিন”।
সম্পাদনা- সাজিদ রাজু