চীন-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে ‘বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার’
উদ্বোধনী অনুষ্ঠানে চীন থেকে অনলাইনে যোগ দেন অনেক অতিথি
অনুষ্ঠানে বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল অ্যান্ড এডুকেশনাল অ্যাফেয়ারসের কাউন্সিলর লিওয়েন ইউয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, চীন-বাংলাদেশ যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবে চীন-বিষয়ক এই থিঙ্ক ট্যাঙ্ক। তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। চীন বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এই রিসার্চ সেন্টার নতুন মাত্রা যোগ করবে। বেল্ট অ্যান্ড রোড বিষয়ক গবেষণা এই সংশিল্ষ্ট দেশগুলোর জন্য সমৃদ্ধি বয়ে আনবে। ’
চীনা দূতাবাসের কালচারাল অ্যান্ড এডুকেশনাল অ্যাফেয়ারসের কাউন্সিলর লিওয়েন ইউয়ে
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী। এসময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং চিয়াংসি পিপলস অ্যাসোসিয়েশন অফ ফ্রেন্ডশিপ উইথ ফরেইন কান্ট্রিসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চীন ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং বেল্ট অ্যান্ড রোডের সুফল পেতে এ ধরনের গবেষণা কেন্দ্রের প্রয়োজনীয়তা ও ভবিষ্যত সফলতা নিয়ে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সম্পাদনা: সাজিদ রাজু