বাংলা

নতুন ধারার কৃষি-বিপণন নীতি প্রণয়ন করেছে চীন

CMGPublished: 2022-04-29 19:47:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৮, চীন আন্তর্জাতিক বেতার: কৃষি পণ্যের চাহিদা ও সরবরাহে সমন্বয় করতে যৌথ স্থানীয় বাজার তৈরির উদ্যোগ নিয়েছে চীন। এরইমধ্যে বিশেষ একটি গাইডলাইন প্রণয়ন করেছে চীনের কেন্দ্রীয় সরকার। এর ফলে কৃষি পণ্যকে সহজে যেমন শহরের গ্রাহকের কাছে পৌছানো যাবে তেমনি কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও প্রযুক্তি হাতের নাগালে পাবে গ্রামের কৃষক। ফলে লাভবান হবেন কৃষক ও ভোক্তা উভয়ই।

চীনের অর্থনীতির প্রাণ কৃষি। তাইতো কৃষি পণ্যের উৎপাদনকে চীনে দেওয়া হয় বিশেষ গুরুত্ব। তাইতো আঞ্চলিক সম্ভাবনার সবটুকু ব্যবহার নিশ্চিত করে স্থানীয় উৎপাদনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে এবার নতুন ধারার কৃষি-বিপনন কার্যক্রম হাতে নিয়েছে চীন।

কৃষি পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় করতে বিশেষ গাইডলাইন প্রণয়ন করে কেন্দ্রীয় সরকার। এর ফলে কৃষি পণ্যকে সহজে যেমন শহরের গ্রাহকের কাছে পৌছানো যাবে তেমনি কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও প্রযুক্তি হাতের নাগালে পাবে গ্রামের কৃষক। গাইডলাইন অনুযায়ী, কৃষি খাতে বিনিয়োগের মূলধন যোগান, প্রযুক্তির ব্যবহার, জ্বালানী ও পরিবেশগত বিষয় প্রাধান্য পাবে সবার আগে। এই নীতি অনুযায়ী, পণ্য ও যন্ত্রের এক সমন্বিত ও যৌথ স্থানীয় বাজার তৈরি করা হবে। ফলে লাভবান হবেন কৃষক ও ভোক্তা উভয়ই।

ছাও সুইপিং, অধ্যাপক, হেনান কৃষি বিশ্ববিদ্যালয়

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn