বাংলা

ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় চীনের বীমাখাত

CMGPublished: 2022-04-01 14:19:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছং ছান, ভাইস-প্রেসিডেন্ট, চায়না লাইভ ইস্যুরেন্স

“গেল বছর সামগ্রীকভাবে এখাত মানবসম্পদ ও জনশক্তি নিয়োগের দিক থেকে কিছুটা সংকুচিত ছিলো। আমার মনে হয় এ ধারা এ বছর আরো কিছুটা সময় থাকতে পারে। আবার মার্কেটে শেয়ারের দাম কিছুটা কমতির দিতে ছিলো। তবে এখন পরিস্থিতি পাল্টেছে।”

এদিকে চীনা বীমা কোম্পানিগুলোর প্রবৃদ্ধির হার বাড়াতে উদ্যোগ নিয়েছে চায়না ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স রেগুলেটরি কমিশন -সিবিআইআরসি। দীর্ঘমেয়াদে চীনে কার্যকর অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে চীনা পুঁজি বাজারে আরও বেশি মূলধন বিনিয়োগ করতে বীমা কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছে সিবিআইআরসি। মূলত পুঁজি বাজারে দীর্ঘমেয়াদী তহবিল গঠনে বীমা কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগ বাড়ানোর এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় সিবিআইআরসি।

পুঁজি বাজারে বিনিয়োগ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর এ নিয়ে কাজ শুরু করেছে চীনা বীমা কোম্পানিগুলো। কোন কোন খাতে এ অর্থ বিনিয়োগ করা যাবে তারও একটি পরিকল্পনা তৈরি করছে প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে সরকারের নীতি অনুসরণ করে প্রচলিত কোম্পানিগুলোর পাশাপাশি সম্ভাবনাময় নতুন শেয়ার কেনার উদ্যোগ নিয়েছে বীমা প্রতিষ্ঠানগুলো।

প্রতিবেদন: তানজিদ বসুনিয়া

সম্পাদনা: সাজিদ রাজু

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn