বাংলা

ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় চীনের বীমাখাত

CMGPublished: 2022-04-01 14:19:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ১, চীন আন্তর্জাতিক বেতার: করোনা মহামারির মধ্যেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে চীনের বীমাখাত। মহামারি সময়ের মধ্যেও মুনাফার কথা জানিয়েছে চীনের বড় ইন্সুরেন্স কোম্পানিগুলো। এদিকে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির হার ধরে রাখা ও পুঁজি বাজারে আরও বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রয়াত্ত বীমা কোম্পানিগুলোকে তাগিদ দিয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান চায়না ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স রেগুলেটরি কমিশন।

করোনা মহামারির কঠিন সময়ে যেখানে লোকসান গুনছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, তখন মোটা অঙ্কের মুনাফা ঘরে তুলেছে চীনের বীমাখাত। প্রতিবছরের মতো এবারো প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে বীমা প্রতিষ্ঠানগুলো।

চীনা বীমা কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদনকে ভিত্তি ধরে সম্প্রতি এক পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, চায়না প্যাসিফিক ইন্সুরেন্স বা সিপিআইসি চলতি বছর মুনাফা করেছে ২৬ দশমিক ৮৩ বিলিয়ন ইউয়ান যা গেল বছরের চেয়ে ৯ দশমিক ২ শতাংশ বেশি।

এদিকে পিপলস ইন্সুরেন্স কোম্পানি অব চায়না বা পিআইসিসি চলতি বছর মুনাফা করেছে ২১ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান যা গেল বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ বেশি। একইভাবে চায়না লাইফ ইন্সুরেন্সের মুনাফা দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯২ বিলিয়ন ইউয়ান যা গত বছরের চেয়ে ১ দশমিক ৩ শতাংশ বেশি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn