প্রযুক্তির ছোঁয়ায় বিপ্লব চীনের কৃষিতে
চীনের কুয়াংতং প্রদেশে কৃষিতে প্রযুক্তিগত সেবা দেয়ার জন্য আছে বিভিন্ন রকম ব্যবস্থাপনার প্লাটফর্ম। এই প্লাটফর্মের মাধ্যমে কৃষকদের প্রযুক্তিগত সেবা দেয়া হয়। কিভাবে স্মার্ট ফোনের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তির সাহায্য নিতে পারেন সেটি হাতে কলমে শেখানোর ব্যবস্থাও আছে।
উ তুংচিয়ে, বসন্তকালীন কৃষি সেবাকর্মী
“কুয়াংতং একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেস এর অনেক বিশেষজ্ঞ দলের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি যেন নতুন জাতের চারা সরবরাহে সহযোগিতা পাওয়া যায়। আধুনিক কৃষির নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এই প্লাটফর্ম।”
চলমান বসন্তকালীন কৃষি মৌসুমের কাজে স্থানীয় কৃষকদের জমিতে সার দেয়া, সেচকাজ, কৃষি সম্পদ বন্টনসহ বহুমুখী সহায়তা দেয়া হয় এই প্লাটফর্মের মাধ্যমে।
লং ওয়েন, পরিচালক, ফেডারেশন অব সাপ্লাই অ্যান্ড মার্কেটিং কোঅপারেটিভ