প্রযুক্তির ছোঁয়ায় বিপ্লব চীনের কৃষিতে
শান্তা মারিয়া, ফেব্রুয়ারি ২৪: চীনের কৃষিতে লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ফলে একদিকে যেমন বাড়ছে কৃষি কাজের পরিসর, তেমনি কমেছে ব্যয় ও শ্রমের ব্যবহার। বিশেষ করে চলতি বসন্ত মৌসুমে কৃষিখামারে ব্যবহার হচ্ছে ড্রোনসহ বহুমুখী প্রযুক্তি।
ফসলের মাঠে উড়ছে ড্রোন। ড্রোনের সাহায্যে বিস্তৃত জমির ফসলে ছিটানো হচ্ছে রাসায়নিক সার। আর স্মার্টফোনের মাধ্যমে সারের পরিমাণ, ছিটানো জায়গাসহ পুরো নিয়ন্ত্রণ কৃষকের হাতের মুঠোয়।
কী অবাক হচ্ছেন? আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজের এমন চিত্র এখন চীনের গ্রাম-গ্রামাঞ্চলে, ক্ষেত-খামারে। কৃষকরা বলছেন, এতে একদিকে যেমন পরিশ্রম কমেছে অন্যদিকে কমেছে অপচয় ও খরচ।
“ড্রোনের সাহায্যে আমি কয়েক শ’হেক্টর জমিতে সার দিতে পারি। এর ফলে খরচই শুধু কমছে না, খাটুনিও বাঁচছে।”