বাংলাদেশের পুঁজিবাজারে চীনা প্রতিষ্ঠান সিবিসি ক্যাপিটালের যাত্রা শুরু
মাহবুব উজ জামান, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
‘বিনিয়োগের মাধ্যেমে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন যে ভূমিকা পালন করছে তা আমাকে মুগ্ধ করেছে। ২০২১ সালেও মোট বিনিয়োগের দিক থেকে বিশ্বের অন্যতম বড় নাম চীন। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে সিইএবির সংযুক্তি নিঃসন্দেহে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বাংলাদেশ বিদেশি বিনিয়োগের উত্তম জায়গা বলে উল্লেখ করেন পুঁজিবাজারের নিয়্ন্ত্রক প্রতিষ্ঠান এসইসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ শামসুদ্দিন আহমেদ।
শেখ শামসুদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএসইসি
“বাংলাদেশ শুধু নিজেদের অর্থনৈতিক সাফল্য দেখে না বরং উভয় পক্ষের লাভজনক অবস্থানকে সমর্থন করে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আপনারা আপনাদের ব্যবসায়ীক প্রস্তাব নিয়ে আসুন। কীভাবে আপনি ও দেশ উভয় পক্ষই মুনাফা করতে পারে সে বিষয়টি আমরা দেখবো। এটা কোনো উপহার কিংবা ঋণ নয়; চীন- বাংলাদেশ বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্কে দুই পক্ষের লাভজনক অবস্থানের পক্ষে আমরা।”
অনুষ্ঠানে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন আব বাংলাদেশ -সিইএবির প্রেসিডেন্ট খে চাংলিয়াং, সিবিসি ক্যাপিটাল অ্যান্ট ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রেসিডেন্ট চুয়াং লিফেং প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: সাজিদ রাজু