বাংলা

বাংলাদেশের পুঁজিবাজারে চীনা প্রতিষ্ঠান সিবিসি ক্যাপিটালের যাত্রা শুরু

CMGPublished: 2022-02-24 20:18:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তানজিদ বসুনিয়া, ঢাকা: বাংলাদের পুঁজিবাজারে যাত্রা শুরু করলো চীনের প্রতিষ্ঠান সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। মঙ্গলবার রাজধানী ঢাকার গুলশানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে, এর মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে আরো বেশি বিদেশী বিনিয়োগের পথ সুগম হলো।

দীর্ঘ অপেক্ষার অবসান হলো মঙ্গলবার। রাজধানীর গুলশানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হলো বাংলাদেশের পুঁজিবাজারে চীনের জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। অনলাইনে যুক্ত হন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান। চীনা রাষ্ট্রদূত বলেন, সিবিসি ক্যাপিটাল মার্কেটের এই যাত্রা বাংলাদেশের অগ্রসরমান শেয়ার বাজারকে আরও তরান্বিত করবে।

লি জিমিং, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত

'বাংলাদেশ ও চীনের মধ্যে এই যৌথ উদ্যোগের সূচনার ফলে একটি মূলধন ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম তৈরি হবে। যা বাংলাদেশে চীনা ও অন্যান্য বিদেশী বিনিয়োগকারীদের মার্চেন্ট ব্যাংকিং পরিষেবার পথকে আরও সুগম করবে। সিবিসি ক্যাপিটাল মার্কেট এন্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের এই যাত্রা বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা বাড়াতে ও বাংলাদেশে পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'

বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে সিবিসির এই সংযুক্তি দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn