পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানীর বিপ্লব চীনে
“জলবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানী উৎপাদনের ক্ষেত্রে সমন্বিত উন্নয়ন ব্যবস্থা দেশের অন্যান্য বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে আরো গতিশীল করতে পারে। বিশেষ করে সৌর বিদ্যুৎ ও জলবিদ্যুতের মাধ্যমে জাতীয় গ্রিডে আরো বেশি বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হবে।”
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের নিংশিয়া স্বায়ত্বশাসিত অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়বে সৌরবিদ্যুৎ প্রকল্পের এক মহাযজ্ঞ। পাহাড়ি অ্হচল থেকে শুরু করে মরুভূমি, ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে স্থাপন করা হচ্ছে সারি সারি এসব সৌর প্যানেল। এসব কাজের সঙ্গে যুক্ত আছেন হাজারো চীনা কর্মী। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্পের কাজ শেষ হলে বিপ্লব ঘটে যাবে চীনের বিদ্যুৎখাতে। চায়না সাউদার্ন পাওয়ার গ্রিডের কৌশলগত নীতি বিভাগের মহাব্যবস্থাপক ছেং ওয়েইশেং বলছিলেন, এ খাতে চীন সরকারের বিনিয়োগ পরিকল্পনার কথা।
ছেং ওয়েইশেং, মহাব্যবস্থাপক, চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড
“নতুন করে আরো বেশ কিছু বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্পের বেশিরভাগই বায়ু বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ। এই প্রকল্পগুলোর কাজ তরান্বিত করতে আরো অন্তত ৬২০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে ১১৫ মিলিয়ন কিলোওয়াট নতুন বিদ্যুৎ মূল গ্রিডে যুক্ত হবে।”
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে চীন বেছে নিয়েছে মরুভূমি অঞ্চল। বিশেষ করে চীনের বিশাল গোবি মরুভূমিসহ অন্যান্য অনাবাদি ভূমিকে বাছাই করা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পুরো মাত্রায় চালু হলে বেইজিং-তিয়ানচিন-হেবেই অঞ্চলের এসব প্রকল্প থেকে বছরে পাওয়া যাবে ৫ বিলিয়ন কিলোওয়াট নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ।