বাংলা

পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানীর বিপ্লব চীনে

CMGPublished: 2022-02-17 19:14:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাজিদ রাজু, ফেব্রুয়ারি ১৭: কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য পূরণে নবায়নযোগ্য জ্বালানী উৎপাদনে ব্যাপক জোর দিয়েছে চীন। চীনের বিভিন্ন অঞ্চলে নেওয়া হচ্ছে সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ উৎপাদনের নানা প্রকল্প। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বসন্ত উৎসবের পর নতুন গতি পেয়েছে প্রকল্পগুলোতে।

যতোদূর চোখ যায়, বিস্তীর্ণ প্রান্তর জুড়ে বায়ু বিদ্যুৎ উৎপাদনের টার্বাইন। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে চোখে পড়বে নবায়নযোগ্য জ্বালানী উৎপাদনের এমন সব প্রকল্প। পরিবেশের জন্য ক্ষতিকর জীবাস্ম জ্বালানী থেকে সরে এসে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানী উৎপাদনের যে জোর প্রচেষ্টা তারই অংশ এসব প্রকল্প।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চীনের কুনমিং-এও এমন প্রকল্প হাতে নিয়েছে চীন। স্থাপন করা হয়েছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। চীনের হাউনেং ল্যানচ্যাং রিভার হাইড্রোপাওয়ার ইনকরপোরেশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক লু চি। তিনি জানান, ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ দিকে অর্থাৎ ২০২৫ সাল নাগাদ এই প্রকল্পের মাধ্যমে অন্তত ৩৫ মিলিয়ন কিলোয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়াতে সক্ষম হবে তারা।

লু চি, পরিচালক, হাউনেং ল্যানচ্যাং রিভার হাইড্রোপাওয়ার ইনকরপোরেশন

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn