বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫৬

CMGPublished: 2024-02-17 20:01:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রাচীন চীনে, ড্রাগন ছিল রাজকীয় প্রতীক। পোশাক ও প্রাসাদ সজ্জায় এর রূপ ব্যবহৃত হতো। সাহিত্য ও লোককাহিনীতেও ছিলো এর বিস্তার; অপরিহার্যভাবে যুক্ত ছিলো সম্রাটের শাসনব্যবস্থার সাথে।

প্রতিবেদন: নাসরুল্লাহ মানসুর/সম্পাদনা: শিয়াবুর রহমান।

২. সিএমজির বর্ণিল বসন্ত উৎসব গালা

বরাবরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চীনা বসন্ত উৎসবের সেরা চমক বহুল প্রতীক্ষিত সিএমজি স্প্রিং ফেস্টিভ্যাল গালা ২০২৪।

গালার এই আয়োজন উপভোগ বসন্ত উৎসবের অন্যতম একটি বড় অংশ। ড্রাগনবর্ষের প্রাক্কালে শুক্রবার বেইজিং সময় রাত ৮টায় শুরু হয় এ জমকালো আয়োজন। বেইজিংয়ের মূল ভেন্যু থেকে এবং সারা দেশের চারটি সাব-ভেন্যু থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত এবং সম্প্রচারিত এই গালা সারা বিশ্বের দর্শক-শ্রোতাদের জন্য একটি বিনোদনমূলক রঙিন সাংস্কৃতিক পরিবেশনা, যা দুর্দান্ত ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে তুলে ধরে। এতে নাচ, গান, কমেডি স্কেচ, মার্শাল আর্ট, অ্যাক্রোব্যাটিক্স ও অপেরাসহ চীনের ঐতিহ্যিক নানা বিষয় তুলে ধরা হয় চমকপ্রদ পারফরম্যান্সের মাধ্যমে।

এ বছরের উৎসবটি ঐতিহ্যবাহী চীনা সাংস্কৃতিক উপাদান থেকে অনুপ্রেরণা নিয়ে মানুষের আস্থা ও সুখী জীবনের অন্বেষণকে তুলে ধরে এবং সারা বিশ্বের চীনা জনগণের কাছে নববর্ষের উষ্ণ শুভেচ্ছা প্রেরণ করে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn