চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪৮
লি পাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার পর কাও শি একা একা ছাংআন শহরে চলে আসেন।
ছাংআনে অনেক চেষ্টা করার পরও অভিজ্ঞতার অভাবে সরকারী চাকরি পেতে ব্যর্থ হন তিনি। তাই নিজের মার্শাল আর্ট অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য নিজের জন্মস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এভাবেই এগিয়ে যেতে থাকে সিনেমার গল্প।
কবি কাও শি এবং লি পাই, তাদের জীবনের নানা চড়াই উৎরাই পেরিয়ে সরকারি চাকরিতে যোগদান এবং তাদের সংস্কৃতি সাধনার গল্পই তুলে ধরা হয়েছে সিয়ে চুনউই এবং চৌচিং পরিচালিত সিনেমা ছাং আনে।
এ সিনেমায় কবি কাও শি এবং লি পাই এর জীবনের গল্প ছাড়াও থাং রাজবংশের আরো অনেক বিখ্যাত কবির কথা তুলে ধরা হয়েছে। কবি তু ফু, ওয়াং ওয়েই এবং ওয়াং ছাংলিংর বীরত্বপূর্ণ অবদান এবং তাদের আদর্শের পথে অবিরাম সাধনার বিষয়টিও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
এই সিনেমায় থাং রাজবংশের ৪৮টি কবিতা উপস্থাপন করা হয়। এ সব কবিতার বেশিরভাগই চীনা জনগণের কাছে খুব সুপরিচিত।
চীনের লাইট চেসার অ্যানিমেশন কোম্পানির উদ্যোগে নির্মিত ঐতিহাসিক এই সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালের ৮ জুলাই।
আপনি যদি চীনের বিখ্যাত কবি লি পাই এবং কাও শির জীবনী উপভোগ করতে চান তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে ‘ছাং আন’ সিনেমাটি ।
প্রতিবেদন: হোসনে মোবারক সৌরভ/সম্পাদনা: মাহমুদ হাশিম।
---------------------------------------------------------------------------
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ।