চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৩
চীনের সংস্কৃতি-সপ্তাহ
ওয়াশিংটনে চাইনিজ কালচারাল ফেস্টিভ্যাল
২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হয়ে গেলো চাইনিজ কালচারাল ফেস্টিভ্যাল। ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে পেনসিলভানিয়া অ্যাভিনিউতে হয় এবারের উৎসবটি। প্রায় ১০ হাজার মানুষ এতে যোগ দেন। উৎসবে ছিল ঐতিহ্যবাহী চীনা নাচ-গান এবং খ্যাদ্যের পসরা।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং যোগ দেন। সভ্যতার মধ্যে পার্থক্য সংঘাতের কারণ হওয়া উচিত নয়, বরং অগ্রগতির প্রেরণা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
সিয়ে ফেং বলেন, ‘চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই বহু-জাতিগোষ্ঠী, বহু-সংস্কৃতির দেশ। উভয় জনগণই কঠোর পরিশ্রমী এবং প্রতিভাবান। আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা একই সাহস এবং দৃঢ়তা শেয়ার করি।