বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৪: বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

CMGPublished: 2023-04-29 16:58:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অভিনব এ প্রদর্শনী এরই মধ্যে শিল্পনুরাগীদের মনযোগ আকৃষ্ট করেছে।

আগামী তিন মাস ধরে চলবে ব্যতিক্রমী এ প্রদর্শনী।

৪. চিরায়ত চীনা সাহিত্য

কবি ওয়াং ছাংলিং: যুদ্ধে বীরত্বগাঁথার কবি

চীনের থাং রাজবংশের কবিদের মধ্যে অন্যতম হলেন ওয়াং ছাংলিং। তার আরেকটি নাম হলো শাওবো।

কবি ওয়াং ছাংলিংয়ের জন্ম ৬৯৮ খ্রিস্টাব্দে। অনেক পণ্ডিতের ধারণা তিনি বর্তমান শানসি প্রদেশে জন্মগ্রহণ করেন। আবার কোনো কোনো পণ্ডিত বলেন তিনি বর্তমান নানচিংয়ের চিয়াংনিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি দরিদ্র্য পরিবারে জন্ম নিয়েছিলেন। শৈশবে পরিবারের সদস্যদের সঙ্গে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছেন ওয়াং।

৩০ বছর বয়সে তিনি রাজকীয় চাকরির পরীক্ষা চিনশি পাশ করে সচিবালয়ে কর্মকর্তা হন। এরপর অন্যান্য পদেও সরকারি চাকরি করেন। তিনি বর্তমান হ্যনান প্রদেশের সিংইয়াং শহরেও চাকরি করেছেন। চিয়াংনিং কাউন্টির মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই লুশান বিদ্রোহ শুরু হয়। ৭৫৫ সালের এই বিদ্রোহ কবির জীবনে কাল হয়ে দাঁড়ায়। ৭৫৬ সালে তাকে হত্যা করা হয়।

কবি ওয়াং ছাংলিং কাল্পনিক যুদ্ধের কবিতা লেখার জন্য খ্যাতি পেয়েছেন। তিনি থাং রাজবংশের প্রথমদিকের সময়কার নারী-যোদ্ধা রাজকুমারী ফিংইয়াংয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি কবিতা লিখে খ্যাতি পান।

কবি ওয়াং ছাংলিং তার কবিতায় মূলত যুদ্ধে মানুষের আত্মত্যাগ, মনোবেদনা, বীরত্ব ইত্যাদি তুলে ধরেছেন।

তার একটি কবিতা শোনাচ্ছি। কবিতাটির শিরোনাম

‘ সুসজ্জিত কক্ষে তরুণী বধূর দুঃখ’

তরুণী বধূ তার একান্ত নিজস্ব সাজানো কক্ষে বসে থাকেন, জানেন না দুঃখ কাকে বলে

বসন্তদিনে সুন্দর পোশাক পরে আনন্দিত মনে প্রাসাদে ঘুরে বেড়ান

হঠাৎ সড়কের পাশে সবুজ উইলো পাতা দেখে তার মনে দুঃখ ঘনিয়ে আসে

স্বামী তার বহুদূরে রণক্ষেত্রে খ্যাতির সন্ধানে মগ্ন।

কবিতায় চিত্রকল্প এবং যুদ্ধের কারণে মানুষের আবেগ, মনস্তত্ব, বীরত্ব পাশাপাশি যুদ্ধের আঘাতে বিপর্যস্ত মানব জীবনের রূপকার হিসেবে চিরায়ত চীনা সাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করে আছেন কবি ওয়াং ছাংলিং।

------------------------------------------------------------------------------

প্রতিবেদন ও কণ্ঠ: রওজায়ে জাবিদা ঐশী, , মাহমুদ হাশিম, শান্তা মারিয়া

কবিতা অনুবাদ: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রফিক বিপুল

প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম

সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn