চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৪: বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
পর্দা নামছে ত্রয়োদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত আটদিনব্যাপী জমাকালো এ উৎসবে বেইজিং ফিল্ম প্যানোরোমা নামে রাজধানীর ২৭টি সিনেমা হলে দেশ ও বিদেশের ১৮০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
‘এই সুন্দর বসন্তকালে বেইজিংয়ে বিশ্বের সবচেয়ে সেরা চলচ্চিত্রগুলো উপভোগ করুন’- এটি ছিল ত্রয়োদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিপাদ্য।
গেল ২২ এপ্রিল বেইজিংয়ের উত্তর শহরতলী ইয়ানসি লেকের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। চীনের জাতীয় চলচ্চিত্র ব্যুরোর পরিচালনায় চায়না মিডিয়া গ্রুপ ও বেইজিং পৌর সরকারের যৌথ আয়োজনে আট দিনব্যাপী এই উৎসব বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের একত্রিত করার পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়।
চীনের সম্প্রচার উপমন্ত্রী ও সিএমজি মহাপরিচালক এবং উৎসব আয়োজক কমিটির চেয়ারম্যান শেন হাই সিয়োং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বৈশিষ্ট্যময় এবং অসাধারণ। এটি বিশ্বের কাছে চীনা গল্প তুলে ধরছে এবং রাজধানীর সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে।সিএমজি শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনায় অবিচল রয়েছে’।
এ ছাড়া চীনের সম্প্রচারমন্ত্রী ও উৎসব আয়োজক কমিটির স্থায়ী ভাইস চেয়ারম্যান মো কাওই, খ্যাতিমান পরিচালক চাং ইইমু, থিয়ানথান অ্যাওয়ার্ডের জুরি সভাপতিসহ ২০০ জনেরও বেশি তারকা উপস্থিত ছিলেন।