বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৩: ৪০তম ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

CMGPublished: 2023-04-22 20:11:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ইউননানে ৮ম চীন নৃত্য উৎসব

পর্দা নামলো ৮ম চীন নৃত্য উৎসবের। দক্ষিণ-পশ্চিম চীনের ইউননান প্রদেশের খুনমিং সিটিতে ১৫ এপ্রিল শেষ হয় ৫ দিনব্যাপী বর্ণাঢ্য এ নৃত্য উৎসব।

খুনমিংয়ের প্রাদেশিক জাদুঘরে "রং" নামে- যার অর্থ "একত্রীকরণ"- নৃত্য মঞ্চস্থ হয়, যেখানে নৃত্যশিল্পীরা শারীরিক ভাষার মাধ্যমে পরিবেশ, স্থাপত্য, প্রকৃতি বা শহুরে স্থান সম্পর্কে তাদের উপলব্ধি চিত্রিত করেন।

জাদুঘরের ঐতিহাসিক পটভূমি এবং আঞ্চলিক সংস্কৃতিকে মাথায় রেখে চায়না ড্যান্সার্স অ্যাসোসিয়েশনের (সিডিএ) তরুণ কোরিওগ্রাফাররা কোরিওগ্রাফি করে। শোটিতে ভিজ্যুয়াল স্থাপনা এবং নাটকের পরিবেশনা অন্তর্ভুক্ত করা হয়- যাতে দর্শকরা ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি এবং নৃত্যরস উপভোগ করতে পারেন।

চায়না ড্যান্স এসোসিয়েশনের চেয়ারম্যান ফেং শুয়াংপাই বিষয়টি ব্যাখ্যা করলেন এভাবে- ‘আমি বিশ্বাস করি যে পরিবেশের দ্বারা উদ্ভূত অভ্যন্তরীণ আবেগগুলো রয়েছে একটি পরিবেশগত নৃত্যের মূলে। শিল্পীরা আবিষ্কৃত সাংস্কৃতিক পুরাকীর্তির সামনে নাচ করেন। দর্শকরা যখন এটি দেখেন, তখন এটি মঞ্চের স্থান ছাড়িয়ে যায় এবং এটি একটি নতুন দৃশ্যপট তৈরি হয়’।

চমৎকার নৃত্য পরিবেশন এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও, সদ্য সমাপ্ত নৃত্য উৎসবটি ইউনান আর্টস ইউনিভার্সিটিতে বেশ কিছু বিখ্যাত নৃত্যশিল্পীকে নৃত্য সৃষ্টি ও শিক্ষাদানের জন্য আমন্ত্রণ জানিয়ে কার্যক্রম শুরু করেছে।

এ ছাড়া, ১৯৯২ সালে মঞ্চায়িত ও ওয়েনহুয়া পুরস্কার জয়ী পূর্ণদৈর্ঘ্যের নৃত্যনাট্য, "আশিমা", প্রদর্শিত হয় এবারের উৎসবে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn