বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৩: ৪০তম ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

CMGPublished: 2023-04-22 20:11:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

'ঘুড়ির রাজধানী' হিসেবে পরিচিত পূর্ব চীনের শানতং প্রদেশ। এই প্রদেশের ওয়েইফাং শহরের আকাশে চলছে রংবেরঙের ঘুড়ির খেলা।

এর মধ্য দিয়ে এই বছর বিস্তীর্ণ ওয়েইফাং বিনহাই আন্তর্জাতিক ঘুড়ি উড়ানোর ক্ষেত্রটিতে মাসব্যাপী আবারও বিভিন্ন আকৃতির ঘুড়ি উড়ানো শুরু হলো।

আয়োজকরা জানান, উৎসব চলাকালীন অনলাইন ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা এবং অবষৈয়িক সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনীসহ ঘুড়ি-থিমভিত্তিক কার্যকলাপগুলোর একটি সিরিজ অনুষ্ঠিত হবে।

এই আয়োজনে ৬০টি দেশ ও অঞ্চলের ৬ শো’ জনেরও বেশি ঘুড়ি উৎসাহী অংশ নিয়েছেন। বিভিন্ন আকৃতির এসব রঙ বেরঙের ঘুড়ি তারা বেশ উপভোগ করছেন।

ওয়েইফাং শহর ঘুড়ির জন্মস্থান, ঘুড়ি তৈরির দীর্ঘ ইতিহাস এবং চমৎকার কারুকার্যের জন্য বিখ্যাত। বিশ্বের ৭০ শতাংশের বেশি ঘুড়ি এই শহরেই তৈরি করা হয় বলে জানা যায়।

১৯৮৪ সাল থেকে ওয়েফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের জন্য এ শহর সুখ্যাত। ১৫ এপ্রিল শুরু হওয়া এই উৎসব আগামী মে মাসের ২১ তারিখ পর্যন্ত চলার কথা রয়েছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn