চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৭: বাংলাদেশের দর্শকদের মাতিয়ে গেলেন চীনের শিল্পীরা
চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৭: বাংলাদেশের দর্শকদের মাতিয়ে গেলেন চীনের শিল্পীরা
দুই দিনের পরিবেশনায় বাংলাদেশিদের মাতিয়ে গেলেন চীনের শিল্পীরা। তাদের নাঁচ, গান ও ঐহিত্যবাহী বাজনা হৃদয় ছুঁয়ে যায় দর্শকদের। চীন-বাংলাদেশের মধ্যে সম্প্রীতি জোরদার করতে এ ধরনের কার্যক্রম ভালো ভূমিকা রাখছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’দেশের বিশিষ্টজনরাও।
সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমিতে চীনা দূতাবাসের আয়োজনে মঞ্চায়িত হয় 'চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট' শিরোনামে প্রথম অনুষ্ঠানটি।
চীনের ইউননান থেকে আসা এ শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে।
এতে অংশ নেন বাংলাদেশী শিল্পীরাও। তাদের নান্দনিক আয়োজনে রীতিমত অবাক হয়ে যান বিদেশী অতিথিরাও।
দর্শক সারিতে থেকে পুরো আয়োজন উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, 'এ ধরনের সাংস্কৃতিক আয়োজন দু'দেশের মানুষকে আরো বেশি কাছে আনবে। এগিয়ে নেবে উন্নয়নের পথে।'
জমকালো এ আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, 'বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখতে পারে ভালোমানের সংস্কৃতি। এক্ষেত্রে এক হয়ে কাজ করবে বাংলাদেশ ও চীন।'
মানবিক বাংলাদেশ, রেড ফিশ, কালারফুল ইউননান আয়োজনে মেতে ওঠেন অনুষ্ঠানে অংশ নেয়া বিশিষ্ট অতিথি ও দর্শকরা।
এদিকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামেও নিজেদের পরিবেশনা দেখান চীনের এই সংস্কৃতিকর্মীরা। মন মাতানো আয়োজন ‘হর্স রেসিং’, ‘দি ফ্লোয়িং ক্রিক’ এবং ডিপ ইন দ্যা ফরেস্ট’ এর পরিবেশনা সবার মন ছুঁয়ে যায়।