বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৬: অমর একুশে বইমেলায় চীন বিষয়ক বইয়ের প্রতি আগ্রহ ছিল পাঠকদের

CMGPublished: 2023-03-04 18:12:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্রাট সুয়ানচোংয়ের শাসনামলে তিনি অবসর গ্রহণের অনুমতি পান। তখন তার বয়স ৮৫ বছর। তিনি ফিরে আসেন তার জন্মগ্রামে। কিন্তু সেখানে নিজেকে তার অপরিচিত বলে মনে হতে থাকে। এই বিষয়ের উপর ভিত্তি করে তিনি লেখেন তার বিখ্যাত কবিতা ‘ঘরে ফেরা’। একই শিরোনামে তার দুটি কবিতা রয়েছে। দুটি কবিতা সাধারণত পাশাপাশি পড়া হয়। তার আরেকটি বিখ্যাত কবিতা হলো ‘উইলো গাছের প্রতি’। গ্রামে ফেরার কয়েক মাস পরে ৭৪৪ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়।

শ্রোতাদের জন্য তার ঘরে ফেরা কবিতা দুটি শোনাচ্ছি।

ঘরে ফেরা ১

তরুণ বয়সে ঘর ছেড়েছিলাম, বৃদ্ধ হওয়ার আগে ফিরতে পারিনি

আমার ভাষা বদলায়নি কিন্তু কালো চুল হয়ে গেছে সাদা,

আমার শিশুরা চিনতে পারেনি আমাকে

অপরিচিত চোখে তাকিয়ে বলেছে, কোথা থেকে এসেছেন জনাব?

ঘরে ফেরা ২

আমার ঘর ছেড়ে যাবার পর চলে গেছে কত দীর্ঘ বছর

কত কিছু বদলে গেছে, স্থায়ী হয়নি কত কিছু

পুরনো দরজার সামনে শুধু সেই আয়নার মতো দীঘি আজও অবিচল

আজও হাওয়ার কাঁপনে নাচে তার কাকচক্ষু জল।

হ্য চি চাং অনেক কবিতা লিখেছিলেন তবে তার অল্প ক’টি কবিতাই কালের করাল স্পর্শ এড়িয়ে টিকে গেছে। তিনি চিরায়ত চীনা সাহিত্যের একজন প্রখ্যাত কবি ও ক্যালিগ্রাফার। বিশেষ করে তার ঘরে ফেরা কবিতা দুটির মধ্যে যে গভীর বিষাদ ও স্মৃতিকাতরতা রয়েছে তা বিশ্বসাহিত্যে অনন্য।

----------------------------------------------------------------------

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী, শান্তা মারিয়া

কবিতা অনুবাদ: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ, রফিক বিপুল

প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn