বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য- ০০২

CMGPublished: 2023-01-28 17:05:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চমৎকার এ আয়োজনটি মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা শিল্পীরা যেমন নিজেদের শৈল্পিক দক্ষতা দেখাতে পেরেছেন তেমনি নিজেরাও ঐতিহ্যগত চীনা ক্যালিগ্রাফি এবং চিত্রকলার গভীর উপলব্ধি অর্জন করেছেন।

প্রতিবেদন: মাহমুদ হাশিম

সিএমজি’র বর্ণাঢ্য স্প্রিং ফেস্টিভ্যাল গালা-২০২৩

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চীনা বসন্ত উৎসবের সেরা চমক বহুল প্রতীক্ষিত সিএমজি স্প্রিং ফেস্টিভ্যাল গালা নাইট ২০২৩। গালার এই আয়োজন উপভোগ চীনাদের উৎসবের অন্যতম একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।

‘শত শত পাখি নিড়ে ফিরে’ এই গান এবং নাচের মধ্য দিয়ে একটি দুর্দান্ত ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয় হয়। গান এবং নাচ ছাড়াও কমেডি স্কেচ, অ্যাক্রোব্যাটিক্স ও পিকিং অপেরাসহ চীনের ঐতিহ্যিক নানা বিষয় তুলে ধরা হয়েছে চমকপ্রদ পারফরম্যান্সের মাধ্যমে।

২২ জানুয়ারি বেইজিং সময় রাত ৮টায় শুরু হয়ে প্রায় সাড়ে চার ঘন্টা পর্যন্ত চলে এই গ্র্যান্ড গালার আয়োজন। এই অনুষ্ঠানটি চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি, সিজিটিএনসহ একাধিক টিভি চ্যানেল, রেডিও স্টেশন, বেশ কয়েকটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম এবং সোসাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়।

‘শত শত পাখি নিড়ে ফিরে’ এই গান এবং নাচের মধ্য দিয়ে একটি দুর্দান্ত ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয় হয়- যা ক্যান্টোনিজ নামিয়ামের উপর ভিত্তি করে পরিবেশিত হয়।

পরে "ড্রাগন ফ্লাইং ওভার চায়না" থিমে অ্যাক্রোবেটিক পারফরম্যান্স উপস্থাপন করে উত্তর চীনের হ্যপেই প্রদেশের ছাংচৌ শহর এবং উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের চিলিন শহর থেকে আশা অংশগ্রহণকারী শিল্পীরা। থাং রাজবংশের আমলের চীনা সেনাবাহিনীর একটি সামরিক প্রশিক্ষণের উপর ভিত্তি করে নিখুঁত দক্ষতা প্রদর্শনের মাধ্যমে এই পারফরম্যান্সটি করা হয়।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn