বাংলা

আপন আলোয়- ৯৮

CMGPublished: 2022-12-09 17:28:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন উন্নত প্রযুক্তির ব্যবহার পারফর্মিং আর্টকে আরও নতুন মাত্রা দিচ্ছে, ভবিষ্যতে আরও দেবে।

এখন মিউজিকাল, কনসার্টসহ বিভিন্ন মঞ্চ পরিবেশনা অনলাইনে উপভোগ করতে পারছেন দর্শকরা।

অন্তরঙ্গ আলাপন

ওয়াহিদুল হকের আদর্শ থেকে আমরা বিচ্যুত হচ্ছি, পদে পদে কম্প্রোমাইজ করছি: রফিক আহমেদ মিন্টু

চাঁদপুরের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, প্রশিক্ষক ও সংগঠক রফিক আহমেদ মিন্টু।

চাঁদপুরের সংগীত শিক্ষা প্রতিষ্ঠান আনন্দধ্বনির অধ্যক্ষ তিনি। উদয়ন সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠায় রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চাঁদপুর শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক ও সভাপতি রফিক আহমেদ। বর্তমানে এ সংগঠনে প্রশিক্ষক এবং মান নির্ধারণে দায়িত্ব পালন করছেন।

ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন শিল্পী রফিক আহমেদ মিন্টু

রফিক আহমেদের সংগীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু চাঁদপুরে, সংগীত নিকেতনে। পরবর্তীতে ঢাকায় আলতাফ মাহমুদ সঙ্গীত নিকেতন ও ছায়নটে সংগীত শিক্ষা করেন। ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন সংগীতজ্ঞ ওয়াহিদুল হক ও সনজিদা খাতুনের।

রবীন্দ্রসংগীতের পাশাপাশি নজরুল, অতুল, দ্বিজেন ও রজনীকান্তের গান করে থাকেন রফিক আহমেদ।

সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর জেলা শিল্পকলা পদকের জন্য মনোনীত হয়েছেন তিনি।

শিক্ষার্থীদের সঙ্গে শিল্পী রফিক আহমেদ মিন্টু

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রফিক আহমেদ বলেছেন নিজের সংগীতজীবন ও চাঁদপুরের সাংস্কৃতিক পরিস্থিতি নিয়ে। গান তাঁর কাছে শুধু বিনোদন নয়, আন্দোলনের, সমাজ পরিবর্তনের হাতিয়ার। এ ক্ষেত্রে সংস্কৃতিকর্মীরা ওয়াহিদুল হকের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন এবং পদে পদে কম্প্রোমাইজ করছেন বলে মনে করেন তিনি।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn