আপন আলোয়- ৯৮
আপন আলোয় এ পর্বে অতিথি চাঁদপুরের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, প্রশিক্ষক ও সংগঠক রফিক আহমেদ মিন্টু।
চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য
চোখ ধাঁধানো ডিজিটাল সেটে মুগ্ধ চীনা দর্শক
মঞ্চ নাটকের সংস্কৃতি চীনে অত্যন্ত সমৃদ্ধ। বিখ্যাত সব মঞ্চ অভিনেতারা দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকদের মন জয় করে চলেছেন দীর্ঘকাল ধরেই। বর্তমানে এর সঙ্গে যোগ হয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। তৈরি হচ্ছে ডিজটাল সেট। এতে অভিনয় কুশলতার পাশাপাশি চোখ ধাঁধানো ডিজিটাল সেটও দর্শকদের মুগ্ধ করছে। এখন থিয়েটারের পাশাপাশি অনলাইনেও পরিবেশিত হচ্ছে মঞ্চ নাটক। অনেক বেশি দর্শক নাটক দেখছেন, উপভোগ করছেন।
এ বিষয় ন্যাশনাল থিয়েটার অব চায়না’র প্রেসিডেন্ট থিয়ান ছিনসিন বলেন, ‘আগে আমরা শুধু অভিনয় দেখতাম এবং তাদের পরিবেশনা মঞ্চের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অনলাইন পরিবেশনার মাধ্যমে দর্শকরা ভার্চুয়ালি মঞ্চের উপস্থিতি অনুভব করতে পারে যদিও সেটা সেখানে বাস্তবে নেই’।
একটি তথ্য-নাটক ‘জাপানি আগ্রসনের বিরুদ্ধে চীনা জনগণের শিল্প-সহিত্যের যুদ্ধ’। এটি চীনের ন্যাশনাল থিয়েটারের সফল প্রযোজনা। এখন প্রযুক্তি ও মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে অনেক নেটিজেন অনলাইনেও এটা দেখছেন।
সাংহাই মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট গ্রুপের প্রেসিডেন্ট মা ছেনফিন বলেন, ‘অনলাইন পারফরমেনসের নিজস্ব দক্ষতা ও চ্যানেল রয়েছে। তবে আমি মনে করি ভবিষ্যতে অনলাইন এবং অফলাইন পারফরমেন্স একে অন্যের পরিপূরক হবে। ডিজিটাল রূপান্তর প্রযুক্তির সঙ্গে সঙ্গে বাড়বে। দর্শকদের দৃষ্টিভঙ্গী এবং এটাকে সাদরে গ্রহণ করার মানসিকতাও বদলাবে। এগুলো যেহেতু কনটেন্টের দিক থেকে আরও সমৃদ্ধ তাই দর্শকদের অভিজ্ঞতাও ভালো হবে’।
বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন উন্নত প্রযুক্তির ব্যবহার পারফর্মিং আর্টকে আরও নতুন মাত্রা দিচ্ছে, ভবিষ্যতে আরও দেবে।
এখন মিউজিকাল, কনসার্টসহ বিভিন্ন মঞ্চ পরিবেশনা অনলাইনে উপভোগ করতে পারছেন দর্শকরা।
অন্তরঙ্গ আলাপন
ওয়াহিদুল হকের আদর্শ থেকে আমরা বিচ্যুত হচ্ছি, পদে পদে কম্প্রোমাইজ করছি: রফিক আহমেদ মিন্টু
চাঁদপুরের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, প্রশিক্ষক ও সংগঠক রফিক আহমেদ মিন্টু।
চাঁদপুরের সংগীত শিক্ষা প্রতিষ্ঠান আনন্দধ্বনির অধ্যক্ষ তিনি। উদয়ন সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠায় রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চাঁদপুর শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক ও সভাপতি রফিক আহমেদ। বর্তমানে এ সংগঠনে প্রশিক্ষক এবং মান নির্ধারণে দায়িত্ব পালন করছেন।
ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন শিল্পী রফিক আহমেদ মিন্টু
রফিক আহমেদের সংগীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু চাঁদপুরে, সংগীত নিকেতনে। পরবর্তীতে ঢাকায় আলতাফ মাহমুদ সঙ্গীত নিকেতন ও ছায়নটে সংগীত শিক্ষা করেন। ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন সংগীতজ্ঞ ওয়াহিদুল হক ও সনজিদা খাতুনের।
রবীন্দ্রসংগীতের পাশাপাশি নজরুল, অতুল, দ্বিজেন ও রজনীকান্তের গান করে থাকেন রফিক আহমেদ।
সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর জেলা শিল্পকলা পদকের জন্য মনোনীত হয়েছেন তিনি।
শিক্ষার্থীদের সঙ্গে শিল্পী রফিক আহমেদ মিন্টু
চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রফিক আহমেদ বলেছেন নিজের সংগীতজীবন ও চাঁদপুরের সাংস্কৃতিক পরিস্থিতি নিয়ে। গান তাঁর কাছে শুধু বিনোদন নয়, আন্দোলনের, সমাজ পরিবর্তনের হাতিয়ার। এ ক্ষেত্রে সংস্কৃতিকর্মীরা ওয়াহিদুল হকের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন এবং পদে পদে কম্প্রোমাইজ করছেন বলে মনে করেন তিনি।
সার্বিকভাবে চাঁদপুরে সাংস্কৃতিক আবহ ভালো হলেও মৌলবাদ ও সাম্প্রদায়িকতার কবল থেকে সমাজকে মুক্ত করে সংগীতময় সমাজ প্রতিষ্ঠায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আরও সক্রিয় হওয়া এবং আরও বেশি মানুষকে সম্পৃক্ত করা জরুরি বলে মনে করেন তিনি। সর্বোপরী সংস্কৃতিমণ্ডিত একটা পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা চালুর স্বপ্ন দেখেন রফিক আহমেদ।
--------------------------------------------------------------------------------------
সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারেন আপনার মূল্যায়ন।
পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।
অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম
প্রতিবেদন: শান্তা মারিয়া।
অডিও সম্পাদনা: মাহমুদ হাশিম/হোসনে মোবারক সৌরভ/রফিক বিপুল।