বাংলা

আপন আলোয়-৯৬

CMGPublished: 2022-11-25 20:21:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আপন আলোয় এ পর্বে অতিথি রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক বাবুল চক্রবর্তী

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

বসন্ত উৎসবে মুক্তি পাচ্ছে দ্য ওয়ানডারিং আর্থের দ্বিতীয় সিক্যুয়াল

ছবি: দ্য ওয়ানডারিং আর্থ সিনেমার শ্যুটিংয়ের একটি দৃশ্য

২০১৯ সালে চীনা চলচ্চিত্র বাজারে মুক্তি দেওয়া হয় সায়েন্স ফিকশন ধাচের সিনেমা ‌‍"দ্য ওয়ানডারিং আর্থ' এর প্রথম সেক্যুয়েল। মুক্তির পর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এই সিনেমাটি।

২০১৯ সালের বসন্ত উৎসবে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি সে সময় আয় করে প্রায় ৪৭০ কোটি ইউয়ান। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৬৭০ কোটি টাকারও বেশি।

তিনবছর পর এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়াল মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির পরিচালক ও প্রযোজক। আগামি বসন্ত উৎসবেই মুক্তি পেতে যাচ্ছে ‌"দ্য ওয়ানডারিং আর্থ' সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল।

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সিনেমার কলাকুশলীরা

যথারীতি এই চলচ্চিত্রে পরিচালক হিসেবে থাকছেন কুও ফান। আর প্রযোজক হিসেবে থাকছেন লিউ চিসিন। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা ও মার্শাল আর্টিস্ট উ চিং।

আগামী বছরের জানুয়ারি মাসের ২২ তারিখ মুক্তি দেওয়া হবে এই চলচ্চিত্রটি।

অন্তরঙ্গ আলাপন

চাঁদপুরে সংগীত-শিক্ষার্থী, বিশেষ করে মুসলিম শিক্ষার্থীর সঙ্কট রয়েছে: বাবুল চক্রবর্তী

আপন আলোয় ৯৬তম পর্বে মাহমুদ হাশিমের মুখোমুখি রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক বাবুল চক্রবর্তী

চাঁদপুরের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক বাবুল চক্রবর্তী। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী তিনি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn