বাংলা

আপন আলোয়-৯৬

CMGPublished: 2022-11-25 20:21:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আপন আলোয় এ পর্বে অতিথি রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক বাবুল চক্রবর্তী

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

বসন্ত উৎসবে মুক্তি পাচ্ছে দ্য ওয়ানডারিং আর্থের দ্বিতীয় সিক্যুয়াল

ছবি: দ্য ওয়ানডারিং আর্থ সিনেমার শ্যুটিংয়ের একটি দৃশ্য

২০১৯ সালে চীনা চলচ্চিত্র বাজারে মুক্তি দেওয়া হয় সায়েন্স ফিকশন ধাচের সিনেমা ‌‍"দ্য ওয়ানডারিং আর্থ' এর প্রথম সেক্যুয়েল। মুক্তির পর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এই সিনেমাটি।

২০১৯ সালের বসন্ত উৎসবে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি সে সময় আয় করে প্রায় ৪৭০ কোটি ইউয়ান। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৬৭০ কোটি টাকারও বেশি।

তিনবছর পর এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়াল মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির পরিচালক ও প্রযোজক। আগামি বসন্ত উৎসবেই মুক্তি পেতে যাচ্ছে ‌"দ্য ওয়ানডারিং আর্থ' সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল।

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সিনেমার কলাকুশলীরা

যথারীতি এই চলচ্চিত্রে পরিচালক হিসেবে থাকছেন কুও ফান। আর প্রযোজক হিসেবে থাকছেন লিউ চিসিন। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা ও মার্শাল আর্টিস্ট উ চিং।

আগামী বছরের জানুয়ারি মাসের ২২ তারিখ মুক্তি দেওয়া হবে এই চলচ্চিত্রটি।

অন্তরঙ্গ আলাপন

চাঁদপুরে সংগীত-শিক্ষার্থী, বিশেষ করে মুসলিম শিক্ষার্থীর সঙ্কট রয়েছে: বাবুল চক্রবর্তী

আপন আলোয় ৯৬তম পর্বে মাহমুদ হাশিমের মুখোমুখি রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক বাবুল চক্রবর্তী

চাঁদপুরের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক বাবুল চক্রবর্তী। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী তিনি।

চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীত নিকেতনের প্রশিক্ষক বাবুল চক্রবর্তী। এ প্রতিষ্ঠানেই তাঁর প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষার শুরু। প্রথম শিক্ষাগুরু শ্রী স্বপন সেনগুপ্ত। উচ্চাঙ্গসংগীতে তালিম নেন শ্রী মানস কুমার দাশের কাছে।

১৯৯১ ও ১৯৯৩ সালে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজিত প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে প্রথম মান লাভ করে সবার দৃষ্টি কাড়েন তিনি।

পরবর্তীতে সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের সান্নিধ্য লাভ করেন বাবুল চক্রবর্তী। তাঁকেই জীবনের আদর্শ বলে জ্ঞান করেন। ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছেন নীলোৎপল সাধ্য, সুমন চৌধুরী ও মিতা হকের।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাবুল চক্রবর্তী বলেছেন তার সংগীত সাধনা ও চাঁদপুরের সাংগীতিক পরিবেশ নিয়ে। চাঁদপুরে চমৎকার একটা সাংস্কৃতিক পরিবেশ থাকলেও সংগীত-শিক্ষার্থী বিশেষ করে মুসলিম শিক্ষার্থী খুব একটা পাওয়া যায় না বলে দুঃখ তাঁর।

নবীন শিক্ষার্থীদের শিক্ষাদান তাঁর প্রধান লক্ষ্য জানিয়ে বললেন, জেলায় জেলায় গিয়ে রবীন্দ্রসংগীত শেখানোর আগ্রহের কথা।

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম

প্রতিবেদন: শান্তা মারিয়া।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn