বাংলা

আপন আলোয়-৯৫

CMGPublished: 2022-11-18 10:05:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

ন্যাশনাল মিউজিয়াম অব চায়নায় চলছে পেইন্টিং ও ক্যালিগ্রাফি প্রদর্শনী

প্রাচীন চীনের চিত্রকলা অত্যন্ত সমৃদ্ধ। বেইজিংয়ের ন্যাশনাল মিউজিয়াম অব চায়নায় চলছে প্রাচীন চীনের ১৭শটি পেইন্টিং ও ক্যালিগ্রাফি নিয়ে এক সমৃদ্ধ প্রদর্শনী। প্রাচীন চীনের শিল্পকলার সংগ্রহ নিয়ে অনেকগুলো খন্ডে প্রকাশিত হয়েছে একটি বিশাল গ্রন্থ। সেই বই এবং বইয়ের ছবিগুলো প্রদর্শিত হচ্ছে।

এখানে ২২০ খ্রিস্টপূর্বাব্দের হান রাজবংশের সময়কার নিদর্শন থেকে শুরু করে সুং রাজবংশের সময়কার চিত্রকলা স্থান পেয়েছে। ৯৬০ থেকে ১১২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী উত্তর সুং রাজবংশের সময়কার বিখ্যাত শিল্পী ওয়াং সিমাংয়ের আঁকা ‘এ প্যানোরমা অব রিভারস অ্যান্ড মাউন্টেনস‘পেইন্টিংটির প্রতি দর্শকদের বেশ আগ্রহ লক্ষ্য করা যায়।

দক্ষিণ থাং রাজবংশের বিখ্যাত শিল্পী কু হোংচুংয়ের ‘দ্যা নাইট রিভিলস অব হান সিচাই’ শিল্পকর্মটিও বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

এই চিত্রকর্মগুলো কাগজ, সিল্ক, চামড়া, কাপড় ইত্যাদি বিভিন্ন বস্তুর উপর আঁকা হয়েছে। দেয়ালে চিত্রকর্মগুলোর থ্রিডি প্রজেকশনও করা হচ্ছে। চায়নিজ ক্যালিগ্রাফির অনন্য শিল্প নমুনাও এখানে আছে। আরও আছে গ্রোটো ভাস্কর্যের থ্রিডি ইমেজ।

দর্শকরা ঐতিহ্যবাহী চীনা শিল্পকর্ম সম্পর্কে এখানে জানতে পারছেন অনেক তথ্য।

পেইন্টিং ও ক্যালিগ্রাফির পাশাপাশি এখানে ন্যাশনাল মিউজিয়াম ও প্যালেস মিউজিয়ামের যৌথ আয়োজনে ‘হারমোনিয়াস কো এক্সিসটেন্স’ নামে একটি বিশেষ ধরনের প্রদর্শনীও চলছে। এখানে দুই জাদুঘরের সংগ্রহ থেকে প্রাচীন চীনা শিল্পের বিভিন্ন নিদর্শন প্রদর্শিত হচ্ছে। সোনা, রূপা, ব্রোঞ্জ, জেড পাথরসহ বিভিন্ন মূল্যবান বস্তুতে তৈরি প্রাচীন চীনা শিল্পকলার নির্দনগুলো চীনা সংস্কৃতি ও ইতিাসের অনেক তথ্য তুলে ধরছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn