বাংলা

আপন আলোয়-৮৭

cmgPublished: 2022-09-23 18:47:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মং হাওরানের বিখ্যাত একটি কবিতা হলো বসন্তের সকাল। চতুপর্দী এই কবিতাটি থাং কবিতার সংগ্রহে স্থান পেয়েছে এবং এটিকে অন্যতম সেরা থাংশি বলেও অনেকে বিবেচনা করেন।

কবিতাটি হলো,

বসন্তে ঘুমের ঘোরে প্রভাত হয়েছে ভুল

যদিও শুনেছি কেবল পাখির কাকলী

শেষ রাতে বাতাসে ভাসে বৃষ্টির ধ্বনি

কে জানে ঝরেছে কত ফুল

চিরায়ত চীনা কবিতায় থাং কবি মং হাওরানের রয়েছে এক বিশেষ জগৎ যেখানে তিনি চীনের গ্রামীণ জীবনের চিরন্তন সৌন্দর্যকে তুলে ধরেছেন।

অন্তরঙ্গ আলাপন

কুমিল্লায় রবীন্দ্রসংগীতের প্রসারে সম্মিলন পরিষদ বড় ভূমিকা রাখছে: মিতা পাল

আপন আলোয় ৮৭তম পর্বের অতিথি রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক মিতা পাল।

বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক মিতা পাল। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে উচ্চমানে তালিকাভুক্ত শিল্পী তিনি।

কুমিল্লার ‘শ্রুতিনন্দন’ সংগীত শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা-পরিচালক ও প্রশিক্ষক মিতা পাল। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা শাখার সহ-সভাপতি তিনি। ২০০৭ সাল থেকে প্রশিক্ষক ও বিচারকের দায়িত্ব পালন করছেন সম্মিলন পরিষদে।

সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেইম অ্যাওয়ার্ড, গোল্ডেন জুবিলি বাংলাদেশ অ্যাওয়ার্ড, নেপালের গান্ধী পিস অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক মৈত্রি সম্মাননাসহ দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন মিতা পাল।

ছবি: আপন আলোয় অনুষ্ঠানে মাহমুদ হাশিমের মুখোমুখি রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক মিতা পাল

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন কুমিল্লার সংগীতাঙ্গন বিশেষ করে রবীন্দ্রসংগীত চর্চার বিষয়ে। জেলা শহরে থেকে জীবনভর সংগীত সাধনায় কোনো খেদ নেই তাঁর। বললেন স্বচ্ছন্দেই চলছে তার সংগীত চর্চা আর জীবনযাপন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn