বাংলা

আপন আলোয়-৮৭

cmgPublished: 2022-09-23 18:47:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পর্বে অন্তরঙ্গ আলাপনে অতিথি রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক মিতা পাল

চীরায়ত চীনা সাহিত্য

মং হাওরান: চিরায়ত থাং কবি

থাং রাজবংশের সময়কে বলা হয় চীনা কবিতার স্বর্ণযুগ। এই সময়ে শ্রেষ্ঠ কবিরা তাদের সৃষ্টিকর্মে উপহার দেন যা চিরায়ত চীনা সাহিত্যের অমূল্য সম্পদ। থাং রাজবংশের সময় রচিত কবিতার একটি সাধারণ নাম হলো থাং শি। এ সময়কার কবিদের থাংকবি বা থাংশিরেন নামে অভিহিত করা হয়। একজন গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত থাং কবি হলেন মং হাওরান। তিনি আরেকজন বিখ্যাত থাং কবি ওয়াং ওয়েইর ভালো বন্ধু ছিলেন। দু’জনের বন্ধুত্ব নিয়ে মং হাওরান অনেক কবিতাও লিখেছেন।

মং হাওরানের জন্ম ৬৮৯, মতান্তরে ৯১ সালে, বর্তমান হ্যপেই প্রদেশে। সিয়াংইয়াং জেলায় হান নদীর তীরে ছিল তার জন্মস্থান। তিনি তার জন্মস্থানেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। বন্ধু কবি ওয়াং ওয়েইর সহযোগিতায় তিনি অবশ্য স্বল্প সময়ের জন্য থাং রাজাদের রাজধানী চাংআন শহরে বাস করেন এবং সরকারী কাজ পান। থাং সম্রাট সুয়ানচোং তার কবিতা পড়ে মুগ্ধ হয়েছিলেন।

তবে সরকারী চাকরিতে মানিয়ে নিতে পারেননি মং হাওরান, কারণ তিনি ছিলেন কিছুটা স্পষ্টবাদী ধরনের মানুষ। তাকে সেভাবে মূল্যায়নও করা হয়নি। অভিমানী কবি নিজের জন্মস্থানেই ফিরে আসেন এবং ৭৪০ খ্রিস্টাব্দে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মং হাওরান তার জন্মস্থানের সৌন্দর্য, হান নদীর রূপ, স্থানীয় মানুষের জীবনপ্রবাহ নিয়ে অনেক কবিতা লিখেছেন। জন্মভূমি এলাকার ইতিহাস, ঐতিহ্য, লোককাহিনী, প্রাকৃতিক দৃশ্য, নানশান ও লুমেনশান পর্বত, প্রাচীন মন্দির ইত্যাদি নিয়ে কবিতা লিখেছেন তিনি- যা চীনা গ্রামজীবন ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও স্নিগ্ধতাকে ফুটিয়ে তুলেছে। মৎস্যজীবী, কৃষক, গ্রামের সাধারণ মানুষ ও জনজীবনের অনেক ছবি তার লেখায় প্রতিফলিত হয়েছে। কবি ওয়াং ওয়েইর সঙ্গে বন্ধুত্ব নিয়েও অনেক কবিতা লিখেছেন মং। তার লেখার প্রভাব ওয়াং ওয়েইর কবিতাতেও লক্ষ্য করা যায়। যদিও ওয়াং ওয়েই খ্যাতি পেয়েছিলেন মং হাওরানের চেয়ে বেশি।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn