বাংলা

আপন আলোয়-৮৬

CMGPublished: 2022-09-16 18:59:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তবে সার্বিকভাবে কুমিল্লায় সাংগঠনিক চর্চার অবস্থা খুব ভালো। ৩০ বছর আগে আমরা শুরু করেছিলাম আবৃত্তি সংসদ। তারই ধারাবাহিকতায় এখন ১৪টি আবৃত্তি সংগঠন কুমিল্লায় নিয়মিত কাজ করছে। কুমিল্লায় নজরুল ইনস্টিটিউটের শাখা আছে। সেখানে নিয়মিত চর্চা হয়। পাশাপাশি নাটক থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোতে ধারাবিহক চর্চা হচ্ছে। বিশেষ করে কুমিল্লায় নতুন প্রজন্মের মধ্যে, শিশু-কিশোরদের মধ্যে সাংস্কৃতিক চর্চাটা ব্যাপকভাবেই হচ্ছে।

দুই.

৯২তে সাংগঠনিক চর্চা শুরুর পরপরই আমি চলে যাই উপজেলায়- এখনকার চাঁদপুর জেলার একটা উপজেলা মতলবে। সেখানে দুটি সংগঠন হয়- সনক ও কবিতাঙ্গন। দুটোর শুরু থেকেই আমি আছি। এখন চাঁদপুরের আবৃত্তি নিয়ন্ত্রণ করে ওই দুটি আবৃত্তি সংগঠন।

ছবি: আপন আলোয় অনুষ্ঠানে মাহমুদ হাশিমের মুখোমুখি আবৃত্তিজন কাজী মাহতাব সুমন

২০০৪ সালে ব্রাহ্মণবাড়ীয়ায় শুরু হয় তিতাস আবৃত্তি সংগঠন। এটারও শুরু থেকে আমি ছিলাম। এ সংগঠনটি এখন শুধু আবৃত্তি নয়, ব্রহ্মণবাড়ীয়ার পুরো সংস্কৃতিকে নেতৃত্ব দিচ্ছে। সিলেটের উর্বশী আবৃত্তি পরিষদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাভৈঃ, নোয়াখালী আবৃত্তি একাডেমী- এ সবগুলো সঙ্গেই শুরু থেকেই আমি রয়েছি।

এগুলো করতে গিয়ে দেখলাম প্রান্তিক অঞ্চলের মানুষের মধ্যে যে আকাঙ্খা থাকে; বড় হওয়ার, বিকশিত হওয়ার, যে তাগিদ থাকে; স্পিরিট থাকে সে জায়গাটাকে ধরতে পারলে, সেখানে যদি নার্সিং করা হয় চারাগাছের মতো- সেটা খুব দ্রুত ফলে-ফসলে পরিপূর্ণ হয়। এটা ভালো লাগে আমার।

তিন.

আমার একটা স্বপ্ন আছে। আমি যতটুকু জেনেছি, শিখেছি, জীবনের কাছ থেকে যতটুকু বুঝেছি, যতদিন বেঁচে আছি সেই অভিজ্ঞতাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রান্তিক অঞ্চলে একটা সুন্দর আবৃত্তি একাডেমি তৈরি করতে চাই। যেটা প্রাতিষ্ঠানিকভাবে তিন বছর, ৫ বছর মেয়াদি আবৃত্তি কোর্স পরিচালনা করবে। যেটা একটা আবাসিক প্রতিষ্ঠান হবে- যেখানে নানা জায়গার মানুষরা-অভিজ্ঞরা যুক্ত হয়ে কাজ করবেন। পেশাদার-প্রফেশনাল একটা আবৃত্তি ইনস্টিটিউট করা আমার স্বপ্ন! যার মধ্যে দিয়ে আবৃত্তিশিল্পের চর্চাটি স্থায়ী একটা জায়গার যাবে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn