বাংলা

আপন আলোয়-৮৬

CMGPublished: 2022-09-16 18:59:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে অতিথি আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও নির্দেশক কাজী মাহতাব সুমন

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

খুনশানে লণ্ঠন মেলা

মধ্য শরৎ উৎসবের একটি বড় অংশ হলো লণ্ঠন। নানা রকম লণ্ঠন জ্বালানো হয় এই উৎসবে। পূ্র্ব চীনের চিয়াংসু প্রদেশের খুনশান সিটিতে গত সপ্তাহে অনুষ্ঠিত হয় লণ্ঠণ মেলা। এই মেলার থিম ছিল চীনের তাইওয়ানের সঙ্গে মূলভূখণ্ডের সাংস্কৃতিক বিনিময়কে বাড়ানো।

এই শহরে প্রায় দেড় লাখ তাইওয়ানের মানুষ বাস করেন। খুনশানে গত তিন দশকে তাইওয়ানের প্রায় ৬ হাজারের মতো প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। লণ্ঠন অনুষ্ঠানে প্রতি বছর তাইওয়ানের অনেক মানুষ অংশ নেন।

মধ্য শরৎ উৎসব পরিবারের সঙ্গে পুনর্মিলনের উৎসব। হাজার হাজার বছর ধরে চীনের মানুষ এ সময় পরিবারের কাছে ফিরে আসে। লণ্ঠন মেলা বিভিন্ন ঐতিহ্যবাহী মোটিফের আকারে লণ্ঠন প্রদর্শনী করছে।

মেলায় পূর্ণ চাঁদের আকারে রয়েছে লণ্ঠন। নদীতে ভাসছে আলোকিত নৌকা। মধ্য শরৎ উৎসবের নানা আয়োজনের মধ্য দিয়ে মানুষ অনুভব করছে পরিবারের কাছে ফিরে আসার আনন্দ। এমনকি দূরে আছেন যারা তারাও মনে মনে অনুভব করছেন প্রিয়জনদের কথা।

অন্তরঙ্গ আলাপন

প্রান্তিক অঞ্চলে একটি আবৃত্তি একাডেমি প্রতিষ্ঠার স্বপ্ন দেখি: কাজী মাহতাব সুমন

আপন আলোয়- ৮৬তম পর্বের অতিথি আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও নির্দেশক কাজী মাহতাব সুমন

এক.

কুমিল্লার একটা বিরাট সাংস্কৃতিক ঐতিহ্য আছে। বৃহত্তর কুমিল্লা জনপদে বাংলা সংগীতের একজন কিংবদন্তী শচীন দেব বর্মণ- শচীন কর্তার জন্ম। বৃহত্তর কুমিল্লার নবীনগরে- ব্রাহ্মণাবাড়ীয়ায় পড়েছে এখন- সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আয়েত আলী খাঁ- এদের চর্চার ধারাবাহিকতায় এ জনপদের সংস্কৃতি চর্চা যে জায়গায় যাওয়ার কথা ছিল- আমি মনে করি এখন ওই জায়গায় নেই।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn