আপন আলোয়-৮৩
এ পর্বে অন্তরঙ্গ আলাপনে অতিথি একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার।
চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য
রোং পাও চাইয়ের ৩৫০ বছরের গৌরবগাথা
রোং পাও চাই। চীনের বিখ্যাত ক্যালিগ্রাফি ব্র্যান্ড স্টুডিও। চীনের শিল্প ধারার অতীত ও বর্তমানের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে এই রোং পাও চাই।
বেইজিংয়ে লিউলিছাং কালচার স্ট্রিটে অবস্থিত এ স্টুডিও ক্যালিগ্রাফি ব্রাশ, কালি, পেইন্টিং ও ক্যালিগ্রাফির নির্বাচিত সংগ্রহের জন্য বিখ্যাত। রোং পাও চাইয়ের ৩৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর ইতিহাস ও চীনা সংস্কৃতিতে তার অবদান বিষয়ে চায়না মিডিয়া গ্রুপ পাঁচ পর্বের একটি তথ্যচিত্র নির্মাণ করে যা সিসিটিভিতে ৮ থেকে ১২ আগস্ট সম্প্রচারিত হয়।
রোং পাও চাই বিশেষভাবে কাঠের ব্লক পেইন্টিংয়ের জন্য বিখ্যাত। চীনের স্টেট কাউন্সিলের অবস্তুগত সাংষ্কৃতিক উত্তরাধিকারের তালিকায় প্রথমেই অন্তর্ভুক্ত হয় এই শিল্প।
এখানকার বিখ্যাত প্রিন্টিংয়ের মধ্যে রয়েছে ‘হান সিচাই সান্ধ্য ভোজ’। এটি সৃষ্টিতে আট বছর সময় এবং ১৬৬৭টি উডব্লক এবং ৬ হাজার ওভার প্রিন্ট লেগেছে। ১৬৭২ সালে রোং পাও চি প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিল সং চু চাই। পরবর্তীতে ১৮৯৪ সালে এর নাম পরিবর্তিত হয়।
অন্তরঙ্গ আলাপন
নাট্যচর্চায় চট্টগ্রামের স্বকীয়তা রয়েছে: আহমেদ ইকবাল হায়দার
আপন আলোয় ৮৩: নিজের নির্দেশিত, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকে সহশিল্পীর সঙ্গে আহমেদ ইকবাল হায়দার
এক.
চট্টগ্রামে গ্রুপ থিয়েটারের কথা যদি বলি, গ্রুপ থিয়েটার মুক্তিযুদ্ধের পরে শুরু হয় ঢাকাতে বাহাত্তরে, আর চট্টগ্রামে তিয়াত্তরের ফেব্রুয়ারিতে।