বাংলা

আপন আলোয় ৭১

CMGPublished: 2022-06-02 18:13:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: সুজিত মোস্তফা

চীনের শিল্প, চীনের সংস্কৃতি

চীনের ঐতিহ্যবাহী ক্যান্টোনিজ অপেরায় মঞ্চ মাতাচ্ছে শিশুরা

রঙিন পোশাকে মঞ্চ মাতাচ্ছে ছোট ছোট শিশুরা ।মুগ্ধ বিস্ময়ে দেখছেন দর্শকরা। এমন দৃশ্য চোখে পড়েছে চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরের অপেরা মঞ্চে।

ছবি: ক্যান্টোনিজ অপেরায় অংশ নিয়েছেন এক শিশু

কুয়াংচৌ শহরের পুরনো নাম ক্যান্টন। এই শহরের বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য হলো ক্যান্টোনিজ অপেরা যা সারা চীনে বিখ্যাত। এই সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে ২০১৭ সালে গুয়াংচৌর ক্যান্টোনিজ আর্ট অপেরা মিউজিয়াম এক বিশেষ প্রোগ্রাম শুরু করে। এরই অংশ হিসেবে ছোট ছোট শিশুদের তারা ক্যান্টোনিজ অপেরা শিল্পে প্রশিক্ষণ দিয়ে থাকে।

ক্যান্টোনিজ অপেরার তারকা শিল্পী চাং লিসিং বলেন, ‘আমি তিন বছর বয়স থেকে জেট লি এবং ব্রুস লির মুভি দেখি। আমি তাদের মতো কুংফু মাস্টার হতে চেয়েছি। তাই আমার মা আমাকে ভিন্ন শরীরচর্চা করতে বলেন, যা পরবর্তীতে আমাকে খুব ফ্লেক্সিবল করেছে। আমি ক্যান্টোনিজ অপেরা পছন্দ করি কারণ এটি মার্শাল আর্টের মতোই। আমি এটা ধরে রাখতে চাই।’

চাং লিসিং দশ বছর বয়সেই চীনা থিয়েটারের প্লাম ব্লজোম অ্যাওয়ার্ড দুবার জয় করেছে যা ক্যান্টোনিজ অপেরায় সর্বোচ্চ জাতীয় পুরস্কার। এই প্রোগ্রামে অংশ নেয়া শিশুরা ক্যান্টোনিজ অপেরার প্রতি খুব আগ্রহী এবং ঐতিহ্যবাহী শিল্পটি শিখতে তারা কঠোর পরিশ্রম করে।

ক্যান্টোনিজ অপেরা শিখছে এমন এক প্রশিক্ষণার্থী শিশুর মা হুয়াং ইয়ুসিয়ান বলেন, ‘ আমাদের দিনে তিনঘন্টা পথ পাড়ি দিয়ে এখানে ক্লাস নিতে আসতে হয়। ক্লাসের পর বাড়ি ফিরেও প্রতিদিন আরও এক ঘন্টা বেশি প্র্যাকটিস করতে হয়। মিউজিয়ামের পরিচিতিও বেড়েছে এই কর্মশালার ফলে। দর্শকরা উৎসাহ নিয়ে মঞ্চে শিশুশিল্পীদের চোখ ধাঁধাঁনো পরিবেশনা দেখছেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn