আপন আলোয় ৭০
আমি নিজে নজরুলের গান করি। কতদিন ভেবেছি ওনার প্রবন্ধগুলো পড়ি, অন্য কোনো একটা লেখা পড়ি বা উনি যে জীবনযাপন করে গেছেন; সেটাকে নিজের ভিতরে ধারন করে সেভাবে জীবনযাপন করা- কিন্তু হয় না- আমি নিজেই কিন্তু করি না। কষ্ট হয়, আরেকটু যদি আমাদের জীবনে নজরুলের চর্চাটা বাড়াতে পারতাম!
দুই.
একটা চিন্তা মাথায় আছে যে, এখন যেহেতু এটা আমাদের কাছে একটা আন্দোলনের মতোই- নজরুলের সঠিক সুর-বাণী খুঁজে বের করা। এখন এ ক্ষেত্রে আমরা অনেক রিসোর্স পাই। নজরুল ইনস্টিটিউট আমাদের প্রচুর সাহায্য করছে, ইউটিউবে প্রচুর আদি রেকর্ড পাওয়া যায়। সেগুলো যদি আমরা শিখে অন্যদের শেখাই, প্রচার করি- এমন একটা স্বপ্ন আছে আমার।
তা ছাড়া, নজরুলের কিছু গান আছে না একদম স্বপ্নের মতো লাগে- সে গানগুলো যদি গাইতে পারতাম। সেই গানগুলো নিয়ে ভবিষ্যৎ পথ পাড়ি দেওয়ার ইচ্ছে।
১২৩তম নজরুল-জয়ন্তীতে সার্বিক নজরুল-চর্চা নিয়ে খোলামেলা কথা বললেন নন্দিত নজরুলসংগীত শিল্পী ও শিক্ষক শারমিন সাথী ইসলাম। জাতীয় কবির স্মরণাঞ্জলিতে শুনিয়েছেন তাঁর কয়েকটি অনিন্দ্যসুন্দর গান।
সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।
পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।
সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।
অডিও সম্পাদনা ও প্রতিবেদন: তানজিদ বসুনিয়া