বাংলা

আপন আলোয় ৭০

CMGPublished: 2022-05-27 20:05:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: শারমিন সাথী ইসলাম

চীনের শিল্প, চীনের সংস্কৃতি

সংস্কারের পর দর্শনার্থীদের জন্য দরজা খুলল সিনচিয়াং জাদুঘরের

ছবি: সিনচিয়াং জাদুঘরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা করছেন শিল্পীরা। ছবি: সিনহুয়া।

চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং। চীনের শিল্প, সাহিত্য চর্চায় অনকে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে উইগুর মুসলিম অধ্যুষিত এই অঞ্চল। সাংস্কৃতিক বৈচিত্রে সমৃদ্ধ এই অঞ্চলের ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে সিনচিয়াংয়ের উরুমছিতে গড়ে তোলা হয় সিনচিয়াং জাদুঘর।

উদ্বোধনের শুরু থেকেই দারুণ জনপ্রিয় হয়ে উঠে এই জাদুঘর। বাড়তে থাকে লোকসমাগম। এই জাদুঘরকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ফলে ঢেলে সাজানো হয় এর ভেতরের দৃশ্যপট।

চার বছর সময় নিয়ে নতুন করে সাজিয়ে তোলা এই জাদুঘরের আয়তন ১২ হাজার স্কয়ার মিটার থেকে বর্তমানে ৫০ হাজার স্কয়ার মিটারে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকে আরও সমৃদ্ধ করা হয় এই জাদুঘরকে।

২৪ হাজারেরও বেশি সাংস্কৃতিক নির্দশন যুক্ত করা হয়েছে এই জাদুঘরে। দ্বিতীয় দফায় সৌন্দর্য বর্ধনের কাজ শেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এ জাদুঘর।

অন্তরঙ্গ আলাপন

আমাদের জীবনে নজরুল-চর্চা সীমিত হয়ে গেছে: শারমিন সাথী ইসলাম

ছবি: আপন আলোয় ৭০তম পর্ব: অন্তরঙ্গ আলাপনে নজরুলসংগীত শিল্পী শারমিন সাথী ইসলাম

এক.

নজরুলকে নিয়ে আয়োজনও কিন্তু সীমিত- বছরে দু’বার। যার ফলে আমাদের জীবনে নজরুলকে নিয়ে সার্বিক চর্চাটাও সীমিত হয়ে গেছে। হাঁ, নজরুলের গানের চর্চা হচ্ছে, নজরুলকে নিয়ে অনেক কাজ হচ্ছে। কিন্তু নজরুলকে ধারন করে, নজরুলকে নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে না।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn